শাখা অফিসের বৈশিষ্ট্যগুলো কি কি?
শাখা অফিসে সাধারণত নিম্নে উল্লেখিত বৈশিষ্ট্যসমূহ লক্ষ করা যায়:
(ক) শাখা অফিস সাধারণত পণ্য-সামগ্রীর খুচরা বিক্রয়কারী (Retailer) প্রতিষ্ঠান;
“আর পড়ুনঃ” অবহারে শেয়ার ইস্যুকরণ বলতে কি বুঝ?
(খ) হেড অফিসের নির্দেশ ও পরামর্শ অনুযায়ী শাখা অফিস পরিচালিত হয়;
“আর পড়ুনঃ” ঘাটতি হিসাব কাকে বলে।
(গ) সাধারণত হেড অফিস হতে শাখা অফিসে পণ্য সরবরাহ করা হয়; শাখা অফিস পণ্য ক্রয় করতে পারে না
(ঘ) শাখা অফিসের চূড়ান্ত আর্থিক বিবরণী প্রণয়ন করবার ক্ষমতা থাকে না। হিসাবকালের শেষে শাখা অফিসের তথ্যাদি হেড অফিসের তথ্যাদির সাথে একত্রিত করে প্রকাশ করা হয়।
“আর পড়ুনঃ” ন্যূনতম খাজনা (Minimum Rent) কাকে বলে।
(ঙ) হেড অফিস শাখার মাসিক;
(b) শাখা অফিস সাধারণত একদরে (Fixed Price) পণ্য বিক্রয় করে থাকে;
“আর পড়ুনঃ” ইজারা (Lease) হিসাব কাকে বলে।
(২) শাখা সাধারণত এর নিকট কোনো নগদ টাকা রাখে না। প্রাপ্ত অর্থ হেড অফিসের ব্যাংক হিসাবে জমা দেয়া হয়।