হিসাববিজ্ঞান কাকে বলে? (What is Accounting? JAIBB

চারটি গুরুত্বপূর্ণ আভ্যন্তরীণ ব্যবস্থাপনা

হিসাববিজ্ঞান কাকে বলে? (What is Accounting?) JAIBB

হিসাব বলতে কোন বিষয় সম্বন্ধে সঠিক এবং নির্ভুল তথ্য, আর বিজ্ঞান বলতে বুঝায় কোন বিষয় সম্বন্ধে বিশেষ জ্ঞান বা কোন বিষয়ের পরিক্ষিত সত্যতাকে।
তাই হিসাববিজ্ঞান হলো হিসাব তথ্যের বিজ্ঞান।
কোন প্রতিষ্ঠানের কোন সময়কালে সংঘটিত আর্থিক লেনদেনসমূহ লিপিবদ্ধকরণের মাধ্যমে সেগুলোর সামগ্রিক ফলাফল ও উক্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় এবং পর্যালোচনা করে সবগুলো তথ্য ব্যবহারকারীর নিকট পৌছিয়ে দেওয়ার পদ্ধতিকে হিসাববিজ্ঞান বলা হয়।
হিসাববিজ্ঞান সম্বন্ধে কয়েকটি সংজ্ঞা নিচে আলোচনা করা হলো :

● Weygandt, Kieso & Kimmel-এর মতে, “Accounting is a process of three activities identifying, recording and communicating economic events of an organization (business or non business) to interested users of the information.” অর্থাৎ একটি প্রতিষ্ঠানের (ব্যবসায়ী/অব্যবসায়ী) অর্থনৈতিক ঘটনাসমূহ শনাক্তকরণ,
লিপিবদ্ধকরণ এবং উৎসাহী তথ্য ব্যবহারকারীদের নিকট সরবরাহ করা এ তিনটি প্রক্রিয়াই হিসাববিজ্ঞান।

“আর পড়ুনঃ” অব ব্যালেন্স শীট উপকরণ (Off Balance Sheet item)

● American Institute of Certified Public Accountants (AICPA) 1941-এর প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছ, “Accounting is the art of recording classifying and summerizing in a significant manner and in terms of money transactions and events, which are in part at least of a financial character and interpreting the results there of.” অর্থাৎ
আর্থিক বৈশিষ্ট্য সম্পন্ন লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের পরিমাণে লিপিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও উহার ফলাফল বিশ্লেষণ করার কৌশলকে হিসাববিজ্ঞান বলে।”

“আর পড়ুনঃ” Break-even Chart (সমচ্ছেদ রেখাচিত্র/সমচ্ছেদ চাৰ্ট)

 American Accounting Association (AAA) 1966-এর প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, “Accounting refers to the process of identifying, measuring and communicating economic information to permit informed judgements and decision by the users of the information.” অর্থাৎ যে পদ্ধতি আর্থিক তথ্য নির্ণয়,
পরিমাপ ও সরবরাহ করে উহার ব্যবহকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণ সাহায্য করে তাকে হিসাববিজ্ঞান বলে।

হিসাববিজ্ঞান কাকে বলে? (What is Accounting? bde

● Financial Accounting Standard Board (FASB)-এর প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, “Accounting is the process used to measures and report to various users relevant financial information regarding the economic activities of an organisation or Unit. অর্থাৎ হিসাববিজ্ঞান হল আর্থিক তথ্যের বিভিন্ন ব্যবহারকারীদের নিকট একটি প্রতিষ্ঠানের অথবা ইউনিটের আর্থিক কার্যাবলির পরিমাপ এবং প্রতিবেদনের কাজে ব্যবহৃত প্রক্রিয়া।

“আর পড়ুনঃ” CVP বিশ্লেষণ (CVP Analysis) কি

● Pyle & Larson-এর মতে, “Accounting is the art of recording classifying, reporting and interpreting the financial data of an organisation.” অর্থাৎ
একট প্রতিষ্ঠানের আর্থিক উপাত্তসমূহের লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, প্রতিবেদন প্রণয়ন ও উহার বিশ্লেষণের কৌশলই হল হিসাববিজ্ঞান।

উপরিউক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায়,
যে শাস্ত্রের লব্ধ জ্ঞান দ্বারা ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে দৈনন্দিন আর্থিক লেনদেন সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধকরণ,
শ্রেণীবদ্ধকরণ, শুদ্ধতা পরীক্ষাকরণ, সংক্ষিপ্তকরণ, নির্দিষ্ট সময়াস্তে আর্থিক ফলাফল নিরূপণ
এবং আর্থিক ফলাফলের বিচার-বিশ্লেষণপূর্বক ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা প্রণয়ন,
বাস্তবায়নের সুষ্ঠু পদক্ষেপ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ, নিয়ন্ত্রণ ও ব্যবসায়-বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি
বা প্রতিষ্ঠানের ব্যবহারোপযোগী সরকারি সকল তথ্য সরবরাহ করা যায় তাকে হিসাববিজ্ঞান বলে।

About Post Author

Related posts