মনিটারি ইউনিট Assumption কী? মুদ্রাস্ফীতি কিভাবে মনিটারি ইউনিট Assumption কে প্রভাবিত করে?

মনিটারি ইউনিট Assumption কী? মুদ্রাস্ফীতি কিভাবে মনিটারি ইউনিট Assumption কে প্রভাবিত করে? (What are the monetary unit assumption? What impact does Infiation have on the monetary unit assumption?) BDE

মনিটারি ইউনিট Assumption: হিসাববিজ্ঞানের একটি মুখ্য উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের লাভ ও তার আর্থিক অবস্থা পরিমাপ করে প্রতিবেদনের মাধ্যমে প্রাকশ করা। প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়গুলোকে অর্থের আকারে বা সংখ্যায় উভয়ভাবেই প্রকাশ করা যায়। কিন্তু সংখ্যায় প্রকাশ করা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। তাছাড়া অন্য কোনো মাধ্যমে প্রকাশ করলে তা সবার কাছে গ্রহণীয়ও নয়। তাই অর্থই একমাত্র মাপকাঠি।

উদাহরণস্বরূপ: দুইটি আলমারি ৩০,০০০ টাকায় ক্রয় করা হলে হিসাবের ক্ষেত্রে দুইটি আলমারি হিসাভুক্ত না করে ৩০,০০০ টাকার আলমারি হিসাবভুক্ত করা হয়।

“আর পড়ুনঃ” ‘হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়’—উক্তিটি ব্যাখ্যা করুন।

মুদ্রাস্ফীতির ফলে ক্রয় ক্ষমতা হ্রাস পায়। তাই মুদ্রাস্ফীতি মনিটারি ইউনিটকে প্রভাবিত করে।

“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞানের নীতিমালা সংক্ষেপে আলোচনা করুন।

উদাহরণস্বরূপ: ১৯৬৫ সালে ঢাকায় ক্রয়কৃত এক খণ্ড জমির মূল্য ২০,০০০ টাকা ছিল। কিন্তু বর্তমানে ঐ জমির মূল্য

দুই কোটি টাকা।

About Post Author

Related posts