GAPP কী? রক্ষণশীলতা নীতির মূলভাব কি? উদাহরণসহ ব্যাখ্যা করুন। (What is GAAP? What is the essence of conservatism principle. Explain with example.)
সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা (GAPP) হিসাববিজ্ঞানের নীতিমালা বলতে সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা (General Accepted Accounting Principles বা GAAP)-কে বোঝায়।
সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা হলো এমন কতকগুলো মৌলিক বা স্বতঃসিদ্ধ সত্য যা হিসাবরক্ষণের ক্ষেত্রে সকলের নিকট গ্রহণযোগ্য ও সকল ক্ষেত্রে সত্য বলে প্রমাণিত হয়।
হিসাবরক্ষণের ভাষাকে সবধরনের লোকের কাছে সমান ও অর্থবহ করার জন্য এমন কিছু নিয়মকানুন ও ধারণা স্থির করা প্রয়োজন যা বিভিন্ন দেশের হিসাবরক্ষণের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে রচিত হবে।
এ পটভূমিকায় পৃথিবীর বিভিন্ন দেশের হিসাবরক্ষকদের হিসাবরক্ষণ সংক্রান্ত বিষয়ের তত্ত্ব ও পদ্ধতিগত মতপার্থক্য যথাসম্ভব কম করার উদ্দেশ্যে কিছু ধারণা বা নীতি প্রণয়ন করা হয়।
এ ধারণা বা নীতিগুলো পৃথিবীর সবদেশে সমানভাবে প্রয়োগ করা হয় বলে এদেরকে সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা বলে।
নীতিমালা হলো প্রচলিত ধারণা ও প্রথা, রীতিনীতি, স্বতঃসিদ্ধ অনুশাসন ইত্যাদির সমষ্টি।
“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্যগুলো কী কী?
কোনো হিসাবরক্ষণ নীতির সাধারণ গ্রহণযোগ্যতা নির্ভর করে প্রধানত তিনটি বিষয়ের উপর।
এ বিষয়গুলো হলো প্রাসঙ্গিকতা (Relevance), বাস্তবতা (Objectivity) এবং সম্ভাব্যতা (Feasibility) অর্থাৎ সাধারণভাবে স্বীকৃত হিসাবরক্ষণ নীতি তথ্য ব্যবহারকারীদের কাছে প্রাসঙ্গিক এমন তথ্য সম্পর্কিত হবে, হিসাবরক্ষণের ব্যক্তিগত চিন্তাধারার বদলে বাস্তবতা নির্ভর হবে এবং জটিলতামুক্ত ও কম ব্যয়বহুল হবে।
“আর পড়ুনঃ” মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য কি?
GAPP কী? রক্ষণশীলতা নীতির মূলভাব কি? উদাহরণসহ ব্যাখ্যা করুন।
রক্ষণশীলতা নীতি: রক্ষণশীলতা হিসাববিজ্ঞানের একটি রক্ষণাত্মক নীতি।
(কথায় আছে লোকসান যাতে না হয় সেই চিন্তা আগে, লাভের চিন্তা পরে।)
এর আসল অর্থ হলো এই যে, লাভ হলে ভাবে কিন্তু লোকসান যাতে না হয় সেটা আগে দেখা দরকার।
বছরের শেষে আয় বিবরণী (Income Statement) তৈরি করার সময় হিসাবরক্ষক বছরের আয়-ব্যয়গুলি ভালোভাবে পরীক্ষা করে দেখেন।
খরচের খাতগুলি পরীক্ষা করবার সময় বছরের কোন খরচ বাদ পড়ল কিনা তার দিকে হিসাবরক্ষকের দৃষ্টি বেশি থাকে।
অন্যদিকে আয় নিরীক্ষা করার সময় তার সজাগ দৃষ্টি থাকে।
যে বছরে আয় ধরা হয়েছে তার মধ্যে এমন কোন আয় আছে কিনা যা ঐ বছরে হিসাবে আসার কথা নয়।
অন্যভাবে বলা যায় হিসাব তৈরির সময় কোন আয় বাদ গেলেও খুব একটা অসুবিধা হবে না, যে অসুবিধা হবে কোন খরচ যদি বাদ পড়ে।
এই দৃষ্টিভঙ্গির নীতিকে বলা হয় রক্ষণশীলতার নীতি।
উদাহরণ হিসাবে বলা যায়, রক্ষণশীলতার কারণেই সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে উহার ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম তা বিবেচনা করা হয় এবং সম্ভাব্য লোকসানের আশংকায় দেনাদারের উপর সন্দেহজনক সঞ্চিতি তৈরি করা হয়।