হিসাববিজ্ঞান তথ্যের বহিরাগত ব্যবহারকারী কারা? তারা কি উদ্দেশ্যে ইহা ব্যবহার করেন?

চারটি গুরুত্বপূর্ণ আভ্যন্তরীণ ব্যবস্থাপনা

হিসাববিজ্ঞান তথ্যের বহিরাগত ব্যবহারকারী কারা? তারা কি উদ্দেশ্যে ইহা ব্যবহার করেন?

হিসাববিজ্ঞান তথ্যের বহিরাগত ব্যবহারকারীর সংখ্যা অনেক। নিচে তাদের বর্ণনা দেয়া হলো :

১. সম্ভাব্য বিনিয়োগকারী (Potential investor): বিনিয়োগ করতে ইচ্ছুক এমন বিনিয়োগকারী অবশ্যই বিনিয়োগের সম্ভাব্য প্রতিষ্ঠানের হিসাব তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়।
অর্থাৎ শেয়ার ক্রয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।

“আর পড়ুনঃ” একটি প্রতিষ্ঠানে হিসাববিজ্ঞানের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন।

২. পাওনাদারগণ (Creditors): পরিশোধের ক্ষমতা যাচাই করেই বিভিন্ন প্রতিষ্ঠান ধারে পণ্য বিক্রী করে।
ক্ষমতা যাচাইয়ের জন্যই বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব তথ্যের ওপর নির্ভর করতে হয়।

“আর পড়ুনঃ” মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য কি?

৩.ঋণদাতা (Lender): হিসাব তথ্যের সাহায্যে সুদসহ মূল অর্থ পরিশোধের ক্ষমতা যাচাই করেই ঋণদানকারী প্রতিষ্ঠান ঋণ দিয়ে থাকে।

৪. আয়কর ও ভ্যাট কর্তৃপক্ষ (Income tax and vat authority): কর কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের আয়-ব্যয় বিবরণী ও উত্তপত্র ব্যবহার করে উক্ত প্রতিষ্ঠানের প্রদেয় কর নির্ধারণ করে থাকে।
এছাড়াও ক্রয়-বিক্রয়ের উপর ভিত্তি করে মূল্য সংযোজন কর বা প্রচলিত অন্যান্য কর নির্ধঅরণ করে থাকে।
এজন্য কর কর্তৃপক্ষের নিকট হিসাব তথ্য অত্যন্ত প্রয়োজনীয়।

“আর পড়ুনঃ” মনিটারি ইউনিট Assumption কী? মুদ্রাস্ফীতি কিভাবে মনিটারি ইউনিট Assumption কে প্রভাবিত করে?

৫. নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (Regulatory body): নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যেমন— Securities and exchange commission জানতে চায়, প্রতিষ্ঠান বিধিবিধান মেনে চলছে কিনা।
এজন্য তারা প্রতিষ্ঠানের হিসাব তথ্য পরীক্ষা করে থাকে।

6. ভোক্তা (Consumers): ভোক্তাগণ সবসময় কমমূল্যে মানসম্মত পণ্য ক্রয় করতে চায়।
প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান এবং ন্যায়সঙ্গত মূল্য নির্ধারণ করা হয়েছে কিনা এজন্য ভোক্তা সাধারণকে হিসাব তথ্যের উপর নির্ভর করতে হয়।

৭. শ্রম সংঘ (Trade union): শ্রমিকদের বর্ধিত মজুরি বোনাস এবং অন্যান্য দাবী আদায়ের জন্য মালিকের সাথে দরকষাকষি করতে হয়।
এজন্য হিসাব তথ্য সম্পর্কে তাদের সম্যক জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
তাই শ্রমিক সংখ্যক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক তথ্যসমূহ সল্লাহ করে কার্যক্রম পরিচালনা করতে হয়।

৮. আর্থিক পরামর্শক (Financial adviser): কারবার পরিচালনা সংক্রান্ত পরামর্শ ও সেবা প্রদান করতে হিসাব তথ্য আর্থিক পরামর্শকদের প্রচুর সাহায্য করে থাকে।

হিসাববিজ্ঞান তথ্যের বহিরাগত ব্যবহারকারী কারা?

৯. অর্থনৈতিক পরিকল্পনাকারী (Economic planner): প্রতিষ্ঠানে অর্থ ও অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কিত বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন হয়।
অর্থনীতির বিভিন্ন দিক পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়নের জন্য পরিকল্পনাকারীগণ হিসাবতথ্য ব্যবহার করে থাকেন।

১০. বর্ণিত সমিতি (Chamber of commerce): সরকারের গৃহীত বিভিন্ন নীতিকে দেশের বণিক সমিতি তথা দেশের অনুকূলে প্রভাবিত করার ক্ষেত্রে হিসাব তথ্যের পর্যালোচনা করতে হয়।
তাই বণিক সমিতি উহার সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে হিসাৰ তথ্য ব্যবহার করে থাকে।

“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞানের ধারণা/অনুমান বলতে কী বুঝেন? এগুলো বর্ণনা করুন। JAIBB

১১. গবেষকগণ (Reacherchers): গবেষকগণ তাদের গবেষণা কার্যে হিসাব তথ্য ব্যবহার করে থাকেন।
তাছাড়া প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত কোন তত্ত্ব আবিষ্কার বা উদ্ভাবনের জন্য হিসাব তথ্য জানা অপরিহার্য।

১২. জনগণ (Public): আপামর জনসাধারণ দেশের ব্যবসা প্রতিষ্ঠান ঠিকমত পরিচালিত হচ্ছে কিনা এবং অদক্ষ পরিচালনার জন্য দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে সচেতনতা অর্জন এবং সরকারের উপর নৈতিক চাপ সৃষ্টির জন্য হিসাব তথ্য ব্যবহার করে থাকে।

“আর পড়ুনঃ” Write to your friend telling him about different kinds of loans your bank can offer and mention the terms and conditions he should fulfill to get loans. JAIBB

১৩. সরবরাহকারী (Suppliers): সরবরাহকারগিণ তাদের সরবরাহকৃত পণ্যের বিপরীতে প্রাপ্য অর্থের নিশ্চয়তা পেতে চায়।
সরবরাহ প্রাপক প্রতিষ্ঠানের আর্থিক বুনিয়াদ ভাল হলে সরবরাহকারীগণ তাদের পণ্য সরবরাহে আগ্রহী থাকেন।
এরূপে সিদ্ধান্ত গ্রহণে সরবরাহকারীগণ আর্থিক তথ্য ব্যবহার করে থাকেন।

উল্লিখিত ব্যবহারকারী ছাড়াও আরো উল্লেখযোগ্য ব্যবহারকারী রয়েছে। যেমন—আইনজীবি, আইন প্রণেতা, পরামর্শ ফার্ম, কেন্দ্রীয় ব্যাংক, কোম্পানির আর্থিক বিশ্লেষক, অবলেখক, দালাল, ক্রেডিট রেটিং ফার্ম, আর্থিক প্রতিবেদন প্রকাশকারী সংস্থাসমূহ, ছাত্র, শিক্ষক ইত্যাদি হিসাব তথ্য ব্যবহার করে থাকেন।

About Post Author

Related posts