GAAP এবং Cost principle ব্যাখ্যা করুন।

GAAP এবং Cost principle ব্যাখ্যা করুন। (Explain generally accepted accounting principles (GAAP) and cost principle.)

GAAP: সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা বলতে এমন কতকগুলো মৌলিক বা স্বতঃসিদ্ধ সত্যকে বুঝায় যেগুলো হিসাবরক্ষণের ক্ষেত্রে সকলের নিকট গ্রহণযোগ্য এবং সকল ক্ষেত্রে সত্য বলে প্রমাণিত হয়।
মুখ্যত সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা (Generally Accepted Accounting Principles বা GAAP) বলতে হিসাব সম্পর্কে কিছু ধারণা এবং এর প্রয়োগকে বুঝায়।
ধারণা বলতে হিসাব ব্যবস্থা সম্পর্কে কিছু মানসিক চিন্তাধারাকে বুঝায়; যেমন—আয়-ব্যয় সম্পর্কে ধারণা, লাভ-লোকসান সম্পর্কে ধারণা,
সম্পত্তি দায় সম্পর্কে ধারণা, ডেবিট-ক্রেডিট সম্পর্কে ধারণা, মালিকানা স্বত্ব সম্পর্কে ধারণা ইত্যাদি।
আবার ধারণা বলতে শুধুমাত্র মানসিক চিন্তাধারাকেই বুঝায় না, এর সঙ্গে হিসাব পদ্ধতিকেও বুঝায়।
যেমন মুনাফার উপর দাবি (Charges Against Profit) এবং মুনাফার বণ্টন (Appropriation of Profit),
ভবিষ্যৎ ব্যবস্থা প্রভৃতি বিষয়াবলির দ্বারা হিসাব পদ্ধতিকে বুঝায়।
কাজেই বলা যায়, যে নিয়ম বা ধারণা হিসাবরক্ষণ ক্ষেত্রে সকলের নিকট গ্রহণযোগ্য হয়ে থাকে তাই সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা
বা Generally Accepted Accounting Principle বা GAAP।
১৯৩০ সাল সাল থেকে GAAP বা সর্বজনস্বীকৃত নীতির ব্যবহার হয়ে আসছে।
তবুও অনেকের কাছে এটি এখনো দুর্বোধ্য, বিভ্রান্তিমূলক এবং অপ্রতুল বলে মনে হয়।
আমেরিকান AICPA-এর মতে, সাধারণভাবে স্বীকৃত হিসাববিজ্ঞান নীতির কোন প্রামাণ্য তালিকা অদ্যাবধি পাওয়া যায় নি এবং GAAP শব্দটির কোন সুস্পষ্ট ব্যাখ্যাও নেই।

GAAP এবং Cost principle ব্যাখ্যা করুন।

নিচে এ সম্পর্কে সংজ্ঞা প্রদান করা হলো :
• AICPA-এর মতে, “যে হিসাববিজ্ঞান নীতিসমূহ কর্তৃপক্ষীয় সমর্থনা দ্বারা পরিপুষ্ট ঐগুলোকে সাধারণভাবে স্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা বলে।”

“আর পড়ুনঃ” GAPP কী? রক্ষণশীলতা নীতির মূলভাব কি? উদাহরণসহ ব্যাখ্যা করুন।

•এরিক লুইস কোহলার বলেন, “সাধারণভাবে স্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা হচ্ছে সে সব রীতি-বিধি ও পদ্ধতিসমূহ যা কোন সুনির্দিষ্ট সময়ে স্বীকৃত হিসাববিজ্ঞান চর্চাকে সংজ্ঞায়িত করে এবং
একটি মানব ধার্য করে যার মাধ্যমে নিরীক্ষকগণ আর্থিক উপস্থাপনাসমূহ সম্পর্কে তাদের পেশাদার মতামত প্রদান করে।”

“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্যগুলো কী কী?

ব্যয় নীতি (Cost Principle): এই নীতি অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠান যে সকল পণ্য ও
সেবা ক্রয় করে সেগুলো ক্রয় মূল্যে হিসাব বইতে দেখানো হয় এবং এই পণ্য বা সেবার উপযোগ শেষ না হওয়া পর্যন্ত তা ক্রয়মূল্য অনুসারেই আর্থিক বিবরণীতে দেখাতে হবে।

উদাহরণস্বরূপ: কোনো প্রতিষ্ঠান ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য ২ কোটি টাকায় একখণ্ড জমি ক্রয় করল। এক্ষেত্রে হিসাব বইতে জমিটির মূলা ২ কোটি টাকাই লিপিবন্ধ করতে হবে। যদি বাজার মূল্য পরিবর্তন হয় তাহলেও। যদি ১০ বছর পর এই জমির মূল্য বৃদ্ধি পেলে আরও ১০ ৬ণ হয় তাহলে ১০ বছর পর ক্রয়মূল্য অনুযায়ী এই জমির মূল্য উদ্বৃত্তপত্রে ২ কোটি টাকাই প্রদর্শন করতে হবে। দায়ের ক্ষেত্রেও একই নীতি দেখাতে হবে।

About Post Author

Related posts