ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয়।
কারণ বিশ্লেষণ: যে কোষে কোনো আবরণীবেষ্টিত নিউক্লিয়াস, এমনকি আবরণীবেষ্টিত অন্যকোনো অঙ্গাগুাণু থাকে না তা হলো আদিকোষ। ব্যাকটেরিয়া কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এ কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এর কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম থাকে। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। এসকল কোষীয় বৈশিষ্ট্যসমূহ আদিকোষী জীবের কোষীয় বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয়।