তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কী বুঝেন

তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কী বুঝেন? (What do you mean by comparative financial statement analysis?)

একটি কোম্পানি বা ব‍্যবসায় প্রতিষ্ঠান তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ কৌশলের মাধ্যমে এর বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের এক বছরের আর্থিক বিবরণীর সাথে অন্য বছরের আর্থিক বিবরণীর তুলনা করে থাকে। কোন কোন খাতে আয় হ্রাস-বৃদ্ধি হলো, সম্পত্তির কি পরিমাণ হ্রাস-বৃদ্ধি হলো বা দায় কোন কোন খাতে হ্রাস-বৃদ্ধি ঘটল ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়া যায়। আসলে এটাকে সমান্তরাল আর্থিক বিশ্লেষণ হিসেবে বিবেচনা করা হয়। এ বিশ্লেষণ নিম্নোক্ত পদ্ধতিতে করতে হবে:

১. কয়েক বছরের তুলনামূলক আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে।

২. একটি নির্দিষ্ট বছরকে ভিত্তি বছর হিসেবে বিবেচনা করতে হবে।

৩. আর্থিক বিবরণীর আইটেম ভিত্তিক ভিত্তি বছরের সাথে তুলনাযোগ্য বছরের ব্যবধান বা পার্থক্য বের করতে হবে।

৪. আর্থিক বিবরণীর বিভিন্ন আইটেমের পরিবর্তনের শতকরা হার বের করতে হবে।

সাধারণত প্রতিষ্ঠানগুলো দু’ধরনের তুলনামূলক আর্থিক বিবরণী তৈরি করে থাকে। যথা—

(a) Comparative Balance Sheet

(b) Income Statement

Table of Contents

About Post Author

Related posts