সমআকার আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কী বুঝেন

সমআকার আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কী বুঝেন? (What do you mean by Common Size Financial Statement?)

বিবরণী বিশ্লেষণের জন্য কয়েক বছরের আর্থিক বিবারণীসমূহ না নিয়ে কোন নির্দিষ্ট বছরের একটি আর্থিক বিবরণীর বিশেষ কোন উপাত্তকে একশ’ ভাগ বিবেচনা করে অন্যান্য আইটেম বা উপাত্তকে এর শতকরা কত ভাগ অর্থ বের করা হয়। এবং উক্ত শতকরা হারের সাথে অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানের সমজাতীয় হারের যে কোন মান (Standard) হারের সঙ্গে তুলনা করে ব্যবসায়ের দক্ষতা বিচার করা হয়। যেমন, কোন একটি প্রতিষ্ঠানের নীট বিক্রয় (Net sales) কে ১০০ ভাগ বিবেচনা করে মোট বিক্রয়ের পরিমাণ বা অন্যান্য ব্যয়ের পরিমাণ নীট বিক্রয়ের শতকরা কত তা বের করা হয় এবং এ হার স্বাভাবিক না অস্বাভাবিক তা বিচার করা যায়।

সমআকার আর্থিক বিবরণী বিশ্লেষণ

About Post Author

Related posts