প্রবণতার হার বিশ্লেষণ বলতে কী বুঝেন? (What do you mean by trend percentage analysis?)
উত্তর: একাধিক প্রতিষ্ঠানের বা একই প্রতিষ্ঠানের একাধিক বছরের জন্য প্রস্তুতকৃত তুলনামূলক আর্থিক বিবরণীসমূহের দফাসমূহ পরস্পর শতকরা হারে প্রকাশ করা এবং এর সাহায্যে হ্রাস-বৃদ্ধির তুলনা করাকেই প্রবণতার হার বিশ্লেষণ বলা হয়। কালান্তরে প্রতিষ্ঠানের সম্পদ, মূলধন, আয়-ব্যয়, মুনাফা ইত্যাদির পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তন শতকরা হারে প্রকাশ করা হয়।
ব্যবসায় সংকোচন বা সম্প্রসারণের জন্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রবণতা বিশ্লেষণ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কোনো প্রতিষ্ঠানের একাধিক বছরের অপারেটিং ফলাফলকে পরস্পর তুলনা করার জন্য সাধারণত কোনো একটি বছরকে ভিত্তি হিসাবে ধরা হয়।
নিচে একটি প্রতিষ্ঠানের একাধিক বছরের সম্পদ ও দায়ের প্রবণতার হার বিশ্লেষণ তুলে ধরা হলো :
আর্থিক বিবরণীকে প্রায় অনেক সময়ই শতকরা উপাংশ (Component percentage) বা ১০০ শতাংশ (100 Percent) বিবরণী বলা হয়।
এ বিবরণীতে সংখ্যাগত পরিবর্তনের উপর গুরুত্ব না দিয়ে উপাদান ভিত্তিক পরিবর্তনের উপর গুরুত্ব দেয়া হয়।