সমচ্ছেদ বিশ্লেষণের মূল অনুমান বা শর্তসমূহ আলোচনা করুন। (Discuss the basic assumptions or conditions in Break Even Analysis.)
সমচ্ছেদ বিশ্লেষণ কতকগুলো মূল অনুমান বা শর্তের উপর প্রতিষ্ঠিত। এ শর্তসমূহ বাদ দিয়ে সমচ্ছেদ বিন্দুর বিশ্লেষণ মোটেই সম্ভব নয়। নিচে শর্তগুলো উল্লেখ করা হলো :
১. আধা-পরিবর্তনশীল ব্যয়কে পরিবর্তনশীল ও স্থায়ী উপাদানে বিভক্ত করা সম্ভব হবে।
২. উৎপাদিত দ্রব্য সম্পূর্ণ বিক্রয় হবে অথবা, মজুদ পণ্য বিক্রয় দরে মূল্যায়ন করা হবে।
৩. নির্দিষ্ট সময়কালে নির্ধারিত ক্ষমতা মাত্রার মধ্যে স্থায়ী ব্যয় সম্পূর্ণভাবে স্থায়ী থাকবে।
৪. বিক্রয় দর অপরিবর্তিত থাকবে।
৫. পরিচালন দক্ষতা একই রূপ থাকবে।
৬. উৎপাদন প্রণালী ও বিক্রয়নীতির কোন পরিবর্তন হবে না।
৭. বিভিন্ন দ্রব্যের মিশ্রণ অনুপাত অপরিবর্তিত থাকবে।
৮. পরিবর্তনশীল ব্যয়ের হার অপরিবর্তিত থাকবে।
উপরিউক্ত অনুমান বা শর্তসমূহ সমচ্ছেদ বিন্দু নির্ণয়ে অত্যাবশ্যক পালনীয়। নতুবা এটি সাফল্যজনকভাবে প্রয়োগ করা যায় না।