অসমন্বিত রেওয়ামিল এবং সমন্বিত রেওয়ামিল কাকে বলে? (What is Unadjusted and Adjusted Trial Balance?)
অসমন্বিত রেওয়ামিল (Unadjusted Trial Balance): কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকাল শেষে হিসাবকালের শেষদিনে হিসাব খাতগুলোর খতিয়ানের সমাপনী জের বা ব্যালেন্সসমূকে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স কলামে সাজিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে রেওয়ামিল বলা হয়।
এ রেওয়ামিলটি মূলত অসমন্বিত রেওয়ামিল।
সমন্বিত রেওয়ামিল (Adjusted Trial Balance): সমন্বয় দাখিলাসমূহ সম্পন্ন করে এগুলোর জন্য খতিয়ান হিসাব তৈরি করার পর পুনরায় খতিয়ান হিসাবের উদ্বৃত্তসমূহের মাধ্যমে যে রেওয়ামিল প্রস্তুত করা হয় তাকে সমন্বিত রেওয়ামিল বলা হয়। হিসাব বছর শেষে যেসব সমন্বয় করা হয়েছে সেগুলো উদ্বৃত্তসহ অন্যান্য সকল হিসাবের ব্যালেন্স রেওয়ামিলে প্রদর্শিত হয়। হিসাবগুলো সমন্বয় করার পর খতিয়ান হিসাবগুলোর ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স এর যোগফল। সমান কিনা তা পরীক্ষা করার জন্য সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করার জন্য যেসব উপাত্তের দরকার পড়ে সেগুলো সমন্বিত রেওয়ামিল থেকে পাওয়া যায়। আর্থিক বিবরণীসমূহ প্রস্তুতের প্রাথমিক ভিত্তি হলো সমন্বিত রেওয়ামিল।