নগদ প্রবাহ বিবরণীর বৈশিষ্ট্য কী কী? (What are the features of cash flow statement?)
>> নগদ প্রবাহ বিবরণীর যে সকল বৈশিষ্ট্যসমূহ পরিলক্ষিত হয় তা নিচে দেয়া হলো:
১. নগদ প্রবাহ বিবরণী একটি কালান্তিক বিবরণী এবং গতিশীলও বটে।
২. পরপর উদ্বতপত্রগুলোর মধ্যে সংযোগ সাধন করা ছাড়াও ঐগুলোর সাথে সংশ্লিষ্ট লাভ-ক্ষতি হিসাবের যোগসূত্র ও তাদের অন্তর্নিহিত অনেক তথ্য পরিস্ফুটিত করতে এগুলো সাহায্য করে।
৩. নগদ প্রবাহ বিবরণী এককভাবে প্রস্তুত করা যায় না। চলতি হিসাব ব্যবস্থায় বিভিন্ন বছরের মধ্যে বণ্টন বিষয় সমস্যাগুলো এখানে এড়ানো গেলেও এ বিবরণীগুলো বিনিময় ভিত্তিক লেনদেনের উপর ভিত্তি করেই রচিত।
৪. নগদ প্রবাহ বিবরণী প্রারম্ভিক ও সমাপনী উদ্বর্তপত্রের মধ্যে সংযোগ স্থাপন করে।
৫. আর্থিক অবস্থা পরিবর্তিত হওয়ার কারণগুলো এখানে দেখানো হয়ে থাকে। সেজন্য নগদ প্রবাহ বিবরণীকে আর্থিক অবস্থার পরিবর্তন জ্ঞাপনকারী বিবরণী বলা হয়ে থাকে।