নগদ প্রবাহ বিবরণীর বৈশিষ্ট্য কী কী?

নগদ প্রবাহ বিবরণীর বৈশিষ্ট্য কী কী? (What are the features of cash flow statement?)

>> নগদ প্রবাহ বিবরণীর যে সকল বৈশিষ্ট্যসমূহ পরিলক্ষিত হয় তা নিচে দেয়া হলো:

১. নগদ প্রবাহ বিবরণী একটি কালান্তিক বিবরণী এবং গতিশীলও বটে।

২. পরপর উদ্বতপত্রগুলোর মধ্যে সংযোগ সাধন করা ছাড়াও ঐগুলোর সাথে সংশ্লিষ্ট লাভ-ক্ষতি হিসাবের যোগসূত্র ও তাদের অন্তর্নিহিত অনেক তথ্য পরিস্ফুটিত করতে এগুলো সাহায্য করে।

৩. নগদ প্রবাহ বিবরণী এককভাবে প্রস্তুত করা যায় না। চলতি হিসাব ব্যবস্থায় বিভিন্ন বছরের মধ্যে বণ্টন বিষয় সমস্যাগুলো এখানে এড়ানো গেলেও এ বিবরণীগুলো বিনিময় ভিত্তিক লেনদেনের উপর ভিত্তি করেই রচিত।

৪. নগদ প্রবাহ বিবরণী প্রারম্ভিক ও সমাপনী উদ্বর্তপত্রের মধ্যে সংযোগ স্থাপন করে।

৫. আর্থিক অবস্থা পরিবর্তিত হওয়ার কারণগুলো এখানে দেখানো হয়ে থাকে। সেজন্য নগদ প্রবাহ বিবরণীকে আর্থিক অবস্থার পরিবর্তন জ্ঞাপনকারী বিবরণী বলা হয়ে থাকে।

Table of Contents

About Post Author

Related posts