নগদ বাট্টা ও কারবারি বাট্টা বলতে কী বুঝেন?

নগদ বাট্টা ও কারবারি বাট্টা বলতে কী বুঝেন? (What do you mean by cash discount and trade discount?)

১. নগদ বাট্টা : ধারে বিক্রয় করা পণ্যের মূল্য নির্দিষ্ট সময়ের পূর্বে আদায়ের জন্য পাওনাদার বা
বিক্রেতা দেনাদার বা ক্রেতাকে প্রাপ্য টাকা থেকে যে পরিমাণ অর্থ কম বা মওকুফ করে দেয়, তাকে নগদ বাট্টা বলে।
নগদ টাকা তাড়াতাড়ি আদায়ের জন্য ব্যবসায়ীগণ এরূপ নগদ বাট্টা মঞ্জুর করে থাকে।
এটি নামিক হিসাব। তিনঘরা নগদান বহিতে প্রদত্ত নগদ বাট্টা ডেবিট পার্শ্বে বাটার ঘরে এবং প্রাপ্ত নগদ বাট্টা ক্রেডিট পার্শ্বে বাট্টার ঘরে লিখা হয়ে থাকে।

উদাহরণ: বর্তমান সময়ে নগদ বাট্টা প্রদানের একটি বহুল প্রচলিত পদ্ধতি হলো-“2/10 N/30” পদ্ধতি।
এর দ্বারা বুঝায় যদি কোন দেনাদার পণ্য বিক্রয়ের ১০ দিনের মধ্যে টাকা পরিশোধ করে তবে তাকে ২% নগদ বাট্টা প্রদান করা হবে এবং
উক্ত সময়ের মধ্যে দেনা পরিশোধ করতে না পারলে কোন নগদ বাট্টা দেয়া লাগবে না।
দেনা পরিশোধের সর্বোচ্চ মেয়াদ হলো ৩০ দিন।
এ জাতীয় বাট্টা প্রদানের ফলে দেনাদার তার দেনা পরিশোধে উৎসাহিত হয়।

“আর পড়ুনঃ” রেওয়ামিল কাকে বলে? (What do you mean by Trial Balance?)

S.Kr. Paul এর মতে, An amount which is allowed for the prompt settlement of a debt arising out of sale with in a specified time and calculated on a percentage basis is known as cash “discount. ”

“আর পড়ুনঃ” লেদদেন লিপিবদ্ধকরণের ধাপগুলো কী কী?

Pyle &; Larson, এর মতে “Cash discount is a deduction from the invoice price of goods allowed of payment is made within specified period of time.” অর্থাৎ একটি নির্দষ্ট সময়ের মধ্যে অর্থ পরিশোধের জন্য চালান মূল্য হতে যে ছাড় দেয়া হয় তাকে নগদ বাট্টা বলে।

নগদ বাট্টা ও কারবারি বাট্টা বলতে কী বুঝেন?

২. কারবারি বাট্টা: বড় বড় কারবারি বা উৎপাদনকারি সর্বত্র একটি নির্দিষ্ট মূল্যে পণ্যদ্রব্য বিক্রয় করবার জন্য একটি ছাপানো মূল্য তালিকা রাখে।
এরূপ ছাপানো মূল্য হতে উৎপাদনকারী বা পাইকারী ব্যবসায়ীগণ যে অর্থ কম রাখে তাই কারবারি বাট্টা।

“আর পড়ুনঃ” হিসাব চক্রের ধাপগুলো সংক্ষেপে আলোচনা করুন।

অর্থাৎ, বড় বড় কারবারি বা উৎপাদনকারীগণ খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয়ের সময় তার বিক্রয় মূল্য বা
নির্দিষ্ট মূল্য হতে যে পরিমাণ অর্থ কম নেয়া হয় তাকে কারবারী বাটা বলে। মডান আর্থিক সেবার

হারম্যানস্ (Hermanson) ও অন্যান্যদের মতে: “কারবারী বাটা হল পণ্যের লিখিত মূল্য বা
ক্যাটালগ মূল্যের বিয়োজিত অংশ যা নির্দিষ্ট মাল ক্রয় করলে অথবা বিশেষ ধরনের খরিদ্দারকে দেওয়া হয়।”

Pyle &; Larson এর মতে , “Trade discount is the discount that may be deducted from a cataling list price to determine the invoice price of goods. অর্থাৎ কারবারী বাটা হল বাটা, যা পণ্যের চালান মূল্য নির্ধারণের জন্য তালিকা মূল্য থেকে বাদ দেয়া হয়।

উদাহরণ: একটি বলপেনের মূল্য ৩.৫০ টাকা লিখা আছে।
এই মূল্যে সাধারণত দেশের সর্বত্র পাওয়া যায়।
এই ক্ষেত্রে পাইকারী ব্যবসায়ী যদি ৩.৫০ টাকা মূল্যে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে তবে, গুচরা ব্যবসায়ীর কোন লাভ থাকে না।
এক্ষেত্রে পাইকারী ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীকে ১০% কারবারি বাটা মঞ্জুর করে থাকে।
এই বাটাই কারবারি বাট্টা।

About Post Author

Related posts