ব্যালেন্স বা জের বলতে কী বুঝেন? ব্যালেন্স বা জের কিভাবে নির্ণয় করা হয়?

ব্যালেন্স বা জের বলতে কী বুঝেন? ব্যালেন্স বা জের কিভাবে নির্ণয় করা হয়? (What is the meaning of balance? How balance is determined?)

ব্যালেন্স বা জের: কোনো হিসাবের ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফলের মধ্যকার পার্থক্যকে ব্যালেন্স বা জের বলা হয়।
হিসাবের ব্যালেন্স বা জের নির্ণয়ের সময় যেদিকের যোগফল কম হয় ব্যালেন্স বা জের সেদিকে বসিয়ে হিসাবের দু’দিক সমান করার কাজকে জের টানা বা ব্যালেন্সিং বলা হয়।

ব্যালেন্স বা জের নির্ণয়: ব্যালেন্স বা জের নির্ণয়ের ধারাবাহিক পর্যায় নিচে আলোচনা করা হলো:
১. হিসাবের ডেবিট দিক এবং ক্রেডিট দিকের যোগফল নির্ণয়।
২. ডেবিট এবং ক্রেডিট দিকের যোগফলের পার্থক্য নির্ণয়।
৩. ডেবিট দিক এবং ক্রেডিট দিকের মধ্যে যে দিকের যোগফল কম সেদিকে টাকার ঘরে পার্থক্যের সংখ্যাটি বসাতে হবে।
৪. পার্থক্যের সংখ্যার বাম দিকে বিবরণ ঘরে “ব্যালেন্স সি/ডি” বা “উদ্বৃত্ত স্থানান্তরিত হবে” বা “জের স্থানান্তরিত হবে” কথাগুলো লিখতে হবে।
৫. ব্যালেন্স বা জের নির্ণয়ের কাজ এভাবে শেষ হয়ে যাবে। উভয় দিকের যোগফলের নিচে দু’টি সমান রেখা টেনে হিসাব বন্ধ করতে হবে।

About Post Author

Related posts