জের টানা বলতে কী বুঝেন? ডেবিউ জের ও ক্রেডিট জের কাকে বলে?

জের টানা বলতে কী বুঝেন? ডেবিউ জের ও ক্রেডিট জের কাকে বলে? (What is balancing of account? What is debit balance and credit balance?)

নির্দিষ্ট হিসাবকালান্তে বা নির্দিষ্ট সময়ের ব্যবধানে খতিয়ানের ডেবিউ ও ক্রিডিট উভয় দিকের যোগফলের পার্থক্য নির্ণয় করাকে জের টানা বা Balancing বলে। খতিয়ান হিসাবের উভয় দিকের যোগফল যদি সমান হয়ে যায় তখন উক্ত খতিয়ান হিসাবটির জের থাকে না।
তখন হিসাবটিকে Balanced বা সমতাপ্রাপ্ত বলা হয়। উভয় দিকের যোগফলের মধ্যে পার্থক্য থাকলে পার্থক্যটুকু কমের দিকে বসিয়ে হিসাবটিকে সমান করা হয়। এভাবে হিসাবের উভয়দিকের মিলকরণকে জের টানা বা উদ্বৃত্তকরণ বা Balancing বলা হয়। জের দু’ধরনের হয়ে থাকে। যথা : (১) ডেবিট ঞ্জের ও (২) ক্রেডিট জের।

১। ডেবিট জের (Debit balance): খতিয়ানের ডেবিট দিকের যোগফল বেশি হলে তাকে ডেবিট জের বলা হয়।
২। ক্রেডিট জের (Credit balance) : খতিয়ানের ক্রেডিট দিকের যোগফল বেশি হলে তাকে ক্রেডিট জের বলা হয়।

About Post Author

Related posts