রেওয়ামিলের বৈশিষ্ট্য কী? (What are the features of Trial Balance?)
হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে একটি নির্দিষ্ট দিনে খতিয়ানের ডেবিট ও ক্রেডিট জের বা ডেবিট ও ক্রেডিট পার্শ্বস্থ যোগফলের মাধ্যমে যে বিবরণী বা তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে।
রেওয়ামিলের সংজ্ঞা বিশ্লেষণ করলে নিম্নলিখিত বৈশিষ্ট্যসমূহ পরিলক্ষিত হয় :
১. পৃথক কাগজে প্রস্তুত: রেওয়ামিল সাধারণত একটি পৃথক কাগজে প্রস্তুত করা হয়। এর জন্য কোন হিসাবের বই রক্ষণাবেক্ষণ করতে হয় না।
“আর পড়ুনঃ” নগদান বইয়ের সুবিধাগুলো বর্ণনা করুন।
২. ভুল নির্ণয়: এটা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে। অর্থাৎ জাবেদা ও খতিয়ানে হিসাব সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে কিনা রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে তা যাচাই করা যায়।
“আর পড়ুনঃ” নগদান বই বলতে কী বুঝেন?
৩. নির্দিষ্ট সময়: রেওয়ামিল একটি নির্দিষ্ট সময় শেষে তৈরি করা হয়। অর্থাৎ এটা সাধারণত কোন হিসাবকাল শেষে নির্দিষ্ট তারিখে প্রস্তুত করা হয়।
৪. সকল প্রকার হিসাব: সকল প্রকার হিসাব অর্থাৎ ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক ও নামিক হিসাবসমূহ রেওয়ামিলে লিপিবন্ধ করা হয়।
সাধারণত হিসাবসমূহের জের বা উদ্বৃত্ত নিয়ে রেওয়ামিল প্রস্তুত করা হয়।
“আর পড়ুনঃ” আন্তঃ অডিট (Internal Audit)
৫. সমন্বয়কারী: এটা খতিয়ানের হিসাব ও চূড়ান্ত হিসাবের মধ্যে সমন্বয়কারী একটি বিবরণী মাত্র।
অর্থাৎ এটা কোন হিসাব খাত নয়।
৬. আর্থিক অবস্থা: রেওয়ামিল তৈরি করে খতিয়ানের আর্থিক অবস্থা সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায়।
কারণ রেওয়ামিলে সকল প্রকার হিসাব খাতের উদ্বৃত্তই থাকে।