জাবেদা (Journal)

জাবেদা (Journal)

জাবেদা বা Journal শব্দটি ফরাসি Jour শব্দ হতে উদ্ভূত হয়েছে। Jour শব্দের অর্থ হলো দিন। লেনদেনগুলো প্রথমে Journal-এ লেখা হয় বলে একে Day Book বা হিসাবের দৈনিক বহি বলে। সুতরাং দুতরফা দাখিলা নীতি অনুসারে আর্থিক লেনদেনসমূহকে ডেবিট ও ক্রেডিট বিন্যস্ত করে তারিখ অনুযায়ী ক্রমান্বয়ে সাজিয়ে যে বইতে সর্বপ্রথমে লেখা হয় তাকে জাবেদা বা প্রাথমিক বই বলে

Prof. R. J. Chambers-এর মতে, “Journal is a book containing a record of each days transactions”
অর্থাৎ জাবেদা হলো এমন একটি বই যাতে প্রতিদিনের সংঘটিত লেনদেনসমূহ সংরক্ষণ করা হয়।

“আর পড়ুনঃ” ভারযুক্ত গড় বা গুরুত্ব প্রদত্ত গড়

Kieso & Weygandt-এর মতে, “Journal is a accounting record in which transaction are recorded in chronological order. ” অর্থাৎ জাবেদা হলো হিসাববিজ্ঞানের একটি রেকর্ড যেখানে লেনদেনগুলো তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয়।

“আর পড়ুনঃ” ব্যাংকিং লেনদেন (Banking Transaction)

পরিশেষে বলা যায়, দৈনন্দিন ব্যবসায়ে যে বিভিন্ন ধরনের লেনদেন সংঘটিত হয় সেগুলো তারিখের ক্রমানুসারে ব্যাখ্যাসহ দ্বৈত সত্তায় বিশ্লেষণপূর্বক সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে ।

Table of Contents

About Post Author

Related posts