নগদ ব্যয় (Out of Pocket Cost)

নগদ ব্যয় (Out of Pocket Cost)

উৎপাদন বন্ধ না রেখে অব্যাহত রাখলে যে পরিমাণ অতিরিক্ত নগদ অর্থ ব্যয়ের প্রয়োজন হবে বা কোন প্রকল্প গ্রহণের ফলে যে অতিরিক্ত নগদ অর্থ ব্যয় হবে তাকেই নগদ ব্যয় বলে। একে অনেক সময় পরিবর্তনশীল ব্যয়রূপে চিহ্নিত করা হয়। কেননা উৎপাদন বন্ধ না রেখে অব্যাহত রাখলে বা উৎপাদন ক্ষমতার মধ্যে নতুন প্রকল্প গ্রহণ করলে মোট ব্যয়ের মধ্যে যে পার্থক্য হয় তা সাধারণত পরিবর্তনশীল ব্যয়। তবে কখনো কখনো নগদ ব্যয়ের মধ্যে স্থায়ী ব্যয়ের উপাদানও থাকতে পারে। কোন নির্দিষ্ট প্রকল্প গ্রহণ করলে কমপক্ষে নগদ ব্যয় উদ্ধার করা সম্ভব হবে কিনা এটা প্রকল্পটি গ্রহণ করা না করা সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক ব্যয়রূপে বিবেচিত হয়।

Table of Contents

About Post Author

Related posts