হিসাববিজ্ঞানের নৈতিকতা (Ethics in Accounting)
একজন হিসাবরক্ষক তার আর্থিক তথ্যাদির প্রতিবেদন পেশকালে কিছু পূর্ব নির্ধারিত মান অনুসরণ করে থাকেন। পূর্বনির্ধারিত এ মান ও নীতিমালা অনুযায়ী কাজ করার এই ধারণাকেই হিসাববিজ্ঞানের নৈতিক আচরণ বলে অবহিত করা হয়।
Weygandt, Kieso & Kimmel বলেন, “আচরণের যে মান দ্বারা কোন ব্যক্তির কার্যকলাপ সঠিক অথবা, বেঠিক, সৎ অথবা অসৎ, ন্যায্য অথবা অন্যায্য কিনা তার বিচার করা যায় তাকেই নৈতিকতা বলে।”
“আর পড়ুনঃ” Forensic হিসাববিজ্ঞান
A. L. Kohler বলেন, “নৈতিকতা হলো নৈতিক নীতিমালা এবং আচরণের নির্দিষ্ট সমস্যার ক্ষেত্রে তাদের প্রয়োগের একটি পদ্ধতি, সুনির্দিষ্টভাবে একটি পেশার আচরণ বিধিমালা, যা সদস্যদের আচরণ পরিচালনা করার জন্য কখনো উক্ত পেশাদার সংস্থা কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ও আরোপিত।”
“আর পড়ুনঃ” নগদান বই (Cash Book)
পেশাগত নৈতিকতা এমন একটি বিষয় যা একটি পেশায় সর্বাধিক ব্যবহৃত হয় একটি নৈতিকতা সম্পন্ন প্রতিষ্ঠানের মধ্যে পেশাগতভাবে নৈতিকতা কর্মকাণ্ড প্রত্যেক কর্মীর আচার-আচরণে ফুটে উঠে।