চলতি সম্পদ বলতে কী বোঝেন?

চলতি সম্পদ বলতে কী বোঝেন? (What do you mean by current assets?)

যে সকল সম্পদ বিক্রয়ের জন্য উৎপাদন বা সংগ্রহ করা হয় অথবা যে সকল সম্পদের সুবিধা এক বছরের মধ্যে নিঃশেষিত হয়ে যাবে বা যে সকল সম্পদ এক বছরের মধ্যে নগদ অর্থে পরিণত হবে তাদের চলতি সম্পদ বলে। চলতি সম্পদ বেশি দিন এক আকারে থাকে না, সর্বদাই পরিবর্তনশীল যেমন-দেনাদার, প্রাপ্য বিল, মজুদ পণ্য, বিনিয়োগ হাতে নগদ, ব্যাংকে জমা, অগ্রিম খরচাবলি ইত্যাদি। চলতি সম্পদ আবার দু’ধরনের। যথা :

১. ভাসমান সম্পদ (Floating Assets): যে সম্পত্তিসমূহের অবস্থান প্রাকৃতিক পরিবর্তন ঘটে তাকে ভাসমান সম্পত্তি বলে। যেমন—ব্যবসায়িক পণ্য বা সেবা। যেহেতু এই সম্পত্তি Asset →Cash → Asset, এই চক্রাকারে আবর্তিত হয় সেজন্য এদেরকে ভাসমান সম্পত্তি বলে।

“আর পড়ুনঃ” মজুদ মূল্যায়ন বলতে কী বোঝেন? মজুদ মূল্যায়নের উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করুন।

২. তরল সম্পদ (Liquid Assets): যে সকল সম্পত্তিসমূহকে দায় পরিশোধে সরাসরি ব্যবহার করা যায় অর্থাৎ নামমাত্র লোকসান দিয়ে এ সকল সম্পত্তিকে এরূপ অবস্থায় পরিণত করা যায় যাতে পাওনাদারদের দাবি সহজে পরিশোধ করা। যায় এরূপ সম্পত্তিকে তরল সম্পদ বলে। দেনাদারদের নিকট হতে পাওনা, প্রাপ্য বিল, হাতে নগদ ব্যাংকে জমা প্রভৃতি হল তরল সম্পত্তি

Table of Contents

About Post Author

Related posts