মজুদ মূল্যায়ন বলতে কী বোঝেন? মজুদ মূল্যায়নের উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করুন।

মজুদ মূল্যায়ন বলতে কী বোঝেন? মজুদ মূল্যায়নের উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করুন। (What do you mean by inventory valution? Discuss the objectives and importance of inventory valuation.)

মজুদ মূল্যায়ন: সর্বজনস্বীকৃত হিসাব নীতিমালা (Generally Accepted Accounting Principles-GAAP)-এর রক্ষণশীলতা নীতি (Conservatism concept) অনুসারে মজুদ পণ্যের ক্রয়মূল্য (Cost price) এবং বাজার মূল্য (Market price)-এর মধ্যে যেটি কম ঐ মূল্যে মজুদপণ্যের মূল্যায়ন করা হবে।
উদ্দেশ্য ও গুরুত্ব: নিম্নলিখিত উদ্দেশ্যসাধনের জন্য মজুদ মূল্যায়ন অতীব গুরুত্বপূর্ণ:

১. উদ্বৃত্তপত্র প্রস্তুতের তারিখে মজুদপণ্যের সঠিক মূল্য প্রদর্শন করে কারবারের সঠিক আর্থিক অবস্থা নিরূপণ।

২. মজুদপণ্য বিক্রর করে ভবিষ্যতে কি পরিমাণ টাকার আগমন ঘটবে তা জানার জন্য।

৩. চলতি অনুপাত এর মাধ্যমে কারবারের স্বল্পমেয়াদি আর্থিক সচ্ছলতা যাচাই করার জন্য।

৪. চলতি মূলধন নির্ণয় করার জন্য।

৫. হিসাবকালের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য।

৬. আগুনে বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষতির বিপরীতে বীমা দাবী পেশের জন্য।

About Post Author

Related posts