(CAMELS Rating) রেটিং
বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ব্যাংকগুলোর সামগ্রিক কার্যক্রম ও সার্বিক অবস্থা পরিবেক্ষণ করে প্রতিষ্ঠানের সাস্থতা মূল্যায়ন করার এক বিশেষ পদ্ধতি হলো CAMELS Rating । এই রেটিংয়ের ভিত্তিতে ব্যাংকের সার্বিক অবস্থা মূল্যায়ন করা হয়। ক্যামেলস রেটিংয়ের মাধ্যমে সমস্যাসংকুল ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক আগাম সতর্কবানী পৌঁছায়। ফলে ব্যাংকগুলো তার দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হয়। একটি প্রতিষ্ঠানের সমুদয় কার্যাবলি ও উদ্দেশ্যকে তিনটি শব্দের মাধ্যমে যাচাই করা যায়। নিচে তা চিত্রের সাহায্যে উল্লেখ করা হলো :
এই তিনটি উপাদানসমূহের মূল্যায়ন করার জন্য আন্তর্জাতিকভাবে যে পদ্ধতি অবলম্বন করা হয়, সেই বহুল প্রচলিত পদ্ধতির নাম CAMELS Rating. CAMELS Rating ছয়টি উপাদান দ্বারা গঠিত। এগুলো নিচে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো: