Window Dressing (উইনডো ড্রেসিং)

Window Dressing

গ্রাহক বা ক্রেতাকে আকর্ষণ করার জন্য একটি ভালো বাজারজাতকরণ কৌশল হলো উইনডো ড্রেসিং। এটির মাধ্যমে একজন বিক্রেতা তার Window বা তাকে এ পণ্য দ্রব্যাদি উপস্থাপন করে থাকে। এসব পণ্য দামী, দেশী-বিদেশী যে কোনো ধরনের হতে পারে। বিভিন্ন ধরনের পণ্য বা পণ্যের খালি মোড়ক তাকের মধ্যে রেখে ক্রেতাকে প্রলুদ্ধ করার প্রক্রিয়াকে উইনডো ড্রেসিং বলা হয়।

বৈশিষ্ট্য:

  • উইনডো ড্রেসিং ক্রেতাদের আকৃষ্ট করার একটি বাজারজাতকরণ কৌশল।
  • এর মাধ্যমে দোকানকে সুন্দর পণ্য, নানান ধরনের পণ্যের খালি মোড়ক দিয়ে প্রভৃতি দিয়ে উপস্থাপন করে ক্রেতাদের পুষ্টি আকর্ষণ করা হয়।
  • Window ড্রেসিং সম্পন্ন দোকানে পণ্যের গুণাগুণ সুষ্ঠ থাকে না।
  • বিক্রেতাগণ অনেক নকল পণ্যদ্রব্যাদি সাজিয়ে রাখে।

About Post Author

Related posts