বসতি গড়ে উঠার ক্ষেত্রে জলবায়ু ভূমিকা ব্যাখা করো?
উত্তরঃ বসতি গড়ে উঠার ক্ষেত্রে জলবায়ু প্রত্যক্ষ ভূমিকা রাখে।
যে সমস্ত অঞ্চলে পর্যাপ্ত সূর্যতাপ পাওয়া যায় ও পরিমিত বৃষ্টিপাত হয় সেসব জায়গা বসবাসের অনুকূল। এরূপ স্থানে কৃষির বিস্তার ঘটে। ফলে অধিক বসতি গড়ে ওঠে।যেমনঃ মৌসুমী,নাতিশীতোষ্ণ ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। পক্ষান্তরে,দুর্গম মরু অঞ্চল, মেরু অঞ্চল অথবা অধিক তাপ বা শৈত্যপ্রবাহবিশিষ্ট অঞ্চলে বসবাস কষ্টসাধ্য বলে বসতি কম গড়ে ওঠে।