উদ্ভিদের দেহাবশেষ হতে কয়লার উৎপত্তি হয়-ব্যাখ্যা করো?
উত্তরঃ উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ থেকে কয়লার সৃষ্টি হয়।
বিজ্ঞানীদের মতে, অতি প্রাচীন কালে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের (ভূমিকম্প) কারণে অসংখ্য গাছপালা ও প্রাণীর মৃতদেহ মাটির নিচে চাপা পড়ে। শত শত বছর ধরে এসব গাছের কান্ড, গুঁড়ি,শাখা-প্রশাখা, লতাপাতা এবং প্রাণীর মৃতদেহ ভূঅভ্যন্তরের তাপ, চাপ ও রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তিত হয়ে কয়লা পরিণত হয়।