মোটরযানের সংখ্যা বৃদ্ধির সাথে বায়ুদূষণের সম্পর্ক -ব্যাখ্যা করো।
উত্তরঃ মোটরযান থেকে প্রতিদিন প্রচুর দূষণকারী পদার্থ নিগত হয়ে বায়ুকে দূষিত করছে।মোটর গাড়ির কারণে বায়ুদূষণের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ উৎস থেকে যে উপাদাগুলো নির্গত হয়ে বায়ুকে দূষিত করছে সেগুলো হলো হাইড্রোকার্বন, কার্বনও নাইট্রোজেনের অক্সাইড, আলোক রাসায়নিক ধোঁয়া (Photochemical smog) ইত্যাদি।