অতি বাড় বেড়ো না, পড়ে যাবে অতি ছোট থেকো না, ছাগলে মুড়াবে।

অতি বাড় বেড়ো না, পড়ে যাবে
অতি ছোট থেকো না, ছাগলে মুড়াবে।

মূলভাবঃ কোনো কিছুই অতিরিক্ত ভালো না। সংযম এবং পরিমিতিবোধ মানবজীবন করে তুলতে পারে স্থিতিশীল, শান্তিময়।
সম্প্রসারিত ভাবঃ জগতে সাধু উপায় অবলম্বন করে বড় হওয়ার চেয়ে অনেক সগজে অসাধু উপায় অবলম্বন করে বড় হওয়া। এই বড় শুধু অথ বা ক্ষমতার দিক দিয়ে বড় হয়ে ওঠা, সত্যিকার অর্থে ‘বড় মানুষ ‘হয়ে উঠা নয়। অবৈধ উপায়ে বেড়ে ওঠাটি যেমন দ্রুতগতিসম্পন্ন তেমনি অস্থিতিশীল। ভিত্তিহীন অট্টালিকার মতোই ক্ষণস্থায়ী এসব মানুষের উচ্চ অবস্থানটিও এক সময় কোনো এক পযার্য়ের মুখে মুখ থুবড়ে পড়ে যায়। অপরদিকে যথাযথ ভিত্তি উপরে সুষমভাবে বেড়ে ওঠার যেকোনো স্থাপনা বিপযযের মুখেও সুদৃঢ় অবস্থানে অটল থাকে। আমাদের সমাজে এ ধরনের মানুষ প্রায়ই দেখা যায় যারা রাতারাতি অবৈধ উপায় অবলম্বন করে বড় হয়ে ওঠে।আবার হঠাৎ একদিন আচানক বেড়ে ওঠা, গাছটির মতোই ঝড়ের আঘাতে মুখ থুবড়ে মাটিতে পড়ে। আবার নিজেকে দীনহীন, ক্ষুদ্র অক্ষম করে রাখার মধ্যে ও মাহাত্ম্য নেই। জীবে বড় হতে না পারলে ও বড় হবার চেষ্টা থাকা দরকার। অনেক ভাগ্যের হতে নিজেকে ছেড়ে দিয়ে নিজের হীন অবস্থান থাকাটাকেই শ্রেয় মনে করে।তাই,অতি বাড়াও যেমন ভালো নয়,তেমনি খুব ছোট হয়ে থাকাটা ও কারো কাম্য হতে পারে না।

Table of Contents

About Post Author

Related posts