সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১ নভেম্বর

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১ নভেম্বর

সম্মেলন 2021 
১. ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সময়কাল-
উত্তরঃ ৩১ অক্টোবর-১২ নভেম্বর ২০২১

২.২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ গ্লাসগো, স্কল্যান্ড

“আর পড়ুনঃ” সাম্প্রতিক mcq আন্তর্জাতিক ও সংস্থার সদস্য বিষয় নভেম্বর 2021

৩.৩৮ ও ৩৯তম ASEAN শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়।
উত্তরঃ ২৬-২৮ অক্টোবর ২০২১

“আর পড়ুনঃ” সাম্প্রতিক mcq বাংলাদেশ নভেম্বর 2021

রিপোর্ট-সমীক্ষা ২০২১ নভেম্বর
৪. পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ তৃতীয়

৫. আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ ডেনমার্ক

৬. আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ ভেনিজুয়েলা

৭. আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ১২৪তম

“আর পড়ুনঃ” অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (খাদ্য অধিদপ্তর) প্রশ্ন সমাধান 2021

৮. বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ সোমালিয়া

৯. বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৭৬তম

১০. ডাক উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ সুইজারল্যান্ড

১১. ডাক উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ হাইতি

১২. ডাক উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ১৪৩তম

১৩. বহুমাত্রিক দারিদ্র্য সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ নাইজার

১৪. Home in the World: A Memoir কার রচিত যুক্তিকথা?
উত্তরঃ অমর্ত্য সেন

১৫. জেমস বন্ড সিরিজের ২৫তম চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ No Time to Die

১৬. বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়?
উত্তরঃ মারাঠি

নোবেল পুরস্কার ২০২১ নভেম্বর

১৭. চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তরঃ ডেভিড জুলিয়াস, আর্ডেম পাটাপুটিয়ান
১৮. পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তরঃ সুকুরো মানাবে, ক্লাউস হাসেলমান, স্যার গ্রেগরি পি উইন্টার

১৯. রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তরঃ বেঞ্জমিন লিস্ট, ডেভিড ম্যাকমিলান

২০. সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তরঃ আবদুলরাজাক গুরনাহ

“আর পড়ুনঃ” ভালো থেকো তুমি পিক, ছবি, ফটো, পিকচার

২১. শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তরঃ মারিয়া রেসা

২২.অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তরঃ ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংরিস্ট বিস ও গুইডো ডব্লিউ ইমবেনস

২৩. ২০২১ সালে কতজন ব্যাক্তি নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তরঃ ১৩ জন

ক্রীডাঙ্গন ২০২১ নভেম্বর সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১

২৪. ১৩তম সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লাভ কোন দেশ?
উত্তরঃ ভারত

“আর পড়ুনঃ” আল্লাহর নামের পিকচার, পিক, ফটো, ছবি ডাউনলোড

২৫. আন্তর্জাতিক টি-টোয়েন্টির শীর্ষ উইকেটশিকারি কে?
উত্তরঃ সাকিব আল হাসান

২৬. মেরিলিবোন ক্রিকেট ক্লাবের MCC প্রথম সভাপতি কে?
উত্তরঃ কেয়ার কনোর

২৭. টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ডাবল হ্যাটট্রিক বা চার বলে চার উইকেট পান কে?
উত্তরঃ কার্টিস ক্যাস্ফার

২৮. ২০২১ সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তরঃ ১৩ জন

About Post Author

Related posts