হিসাবকালের গুরুত্ব ব্যাখ্যা করুন।
হিসাবকালের প্রধান উদ্দেশ্যগুলো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পক্ষের প্রয়োজন অনুযায়ী ক্রয় হিসাবকালে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলোর নীট ফল অর্থাৎ লাভ ও ক্ষতি এবং ঐ হিসাবকালের শেষ দিনে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা অর্থাৎ সম্পত্তি ও দায়ের পরিমাণ নির্ধারণ করা।
তাছাড়া নিম্নলিখিত কার্যক্ষেত্রে হিসাবকাল ধারণা বিশেষ প্রয়োজন :
১. আয় ও ব্যয়গুলোকে মূলধনী খাতে ও রেভিনিউ খাতে বিভাজন করা।
২. আয় ও ব্যয়গুলোকে বর্তমান হিসাবকাল ও ভবিষ্যৎ হিসাবকালের মধ্যে বিভাজন করা।
৩. রেভিনিউ সৃষ্টির সঠিক সময়কালটি নির্ধারণ করা।
৪. চলতি হিসাবকালের অতিবাহিত ব্যয়সমূহকে (Expired Cost) সংশ্লিষ্ট রেভিনিউ-এর সঙ্গে সঠিকভাবে ম্যাড (Match) করানো।
৫. বিকিরণ (Deferral) এবং মূলতবীকরণ (Accrual) সংক্রান্ত ধারণা সঠিক প্রয়োগ করা।
“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্যগুলো কী কী?
সুতরাং দেখা যাচ্ছে যে, কোন প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি হিসাব ও উতপত্রটি সঠিকভাবে প্রণয়নের জন্য হিসাবকাপ রীতির বিশেষ প্রয়োজন।