রেওয়ামিলের উভয়পক্ষ সমান হয় কেন?

রেওয়ামিলের উভয়পক্ষ সমান হয় কেন? (Why both sides of trial balance agree?)
অথবা, একটি রেওয়ামিলের দুই দিক মিলে যাওয়ার কথা কেন?

দু’তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি লেনদেনের দুটি পক্ষকে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করত জাবেদায় লিপিবদ্ধ করার সময় হিসাবের একটি পক্ষকে যত টাকায় ডেবিট করা হয়, হিসাবের অন্য পক্ষটিকেও ঠিক তত টাকা দ্বারা ক্রেডিট করা হয়। সুতরাং জাবেদা হতে খতিয়ান প্রস্তুত করার সময় প্রতিটি লেনদেনের ডেবিট পক্ষকে একটি খতিয়ানে ডেবিট ও ক্রেডিট পক্ষকে অপর একটি খতিয়ানে ক্রেডিট করা হয়।
ফলে খতিয়ানের সম্মিলিত ডেবিট দিকের যোগফল অবশ্যই সম্মিলিত ক্রেডিট দিকের যোগফলের সমান হয়।
ঠিক একই কারণে খতিয়ান হিসাবসমূহের ডেবিট উদ্বৃত্তের যোগফল ক্রেডিট উদ্বৃত্তের যোগফলের সমান হয়ে থাকে।
কেননা, এর উভয় পার্শ্বের যোগফলের পার্থক্যই হলো খতিয়ানের উদ্বৃত্ত।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, জাবেদা ও খতিয়ান হিসাবসমূহ গাণিতিকভাবে নির্ভুল থাকলে তাদের যোগফল বা উদ্বৃত্তের সাহায্যে রেওয়ামিল প্রস্তুত করা হলে রেওয়ামিলের উভয়দিকের যোগফল অবশ্যই সমান হবে।

About Post Author

Related posts