স্মার্টফোন ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি পএ লেখ?
২৫ আগস্ট ২০১৮
ফুলবাড়িয়া, ময়মনসিংহ
স্নেহের জিসান
আশা করি ভালোই আছ। আমরাও সবাই ভালো আছি। তোমার গত চিঠি পড়ে জানতে পারলাম তুমি একটি স্মার্ট ফোন কিনেছ। বর্তমান যুগে স্মার্ট ফোন যেমন উপকারী, তেমনি অপকারীও বটে। স্মার্ট ফোনেরা কেনো কোনো অ্যাপস জ্ঞানের পরিধি,বাড়ায়, মানুষকে দক্ষ ও উন্নত করে তোলা আবার কোনো অ্যাপস শুধুই সময় নষ্ট করে, চরিত্র হনন করে,অপকর্মে লিপ্ত হতে উৎসাহ জোগায়। তাই বুঝেশুনো স্মার্টফোন ব্যবহার করতে হবে। এক্ষেত্রে Al-Quran(Bangla), All in one BD Newspaper, All live Cricket, Ayatul Kursi,Bangla Bukhari Sharif, Bangla Dictionary, Bangla Recipe, Bangla Translator, Baddngla Wikipedia,Bangladesh Constitution, Bdjobs.Chithi’71,Clean Master, Contack Backup pro, Dhaka Offline Map,English to Bangla Dictionary,Namaj Shikkha, Office suite, Oxford Eng,Dictionary- এসব অ্যাপস ব্যবহার করতে পার। এছাড়া যখন পড়তে ভালো লাগবে না, বাড়ির সবার কথা মনে পড়বে তকন Ant-Smasher, Angry Tarzen, Bangla Jokes,Basket ball,Bike Race, Banolot Sen, Bottle shoot, Bridge the well, Fruit Ninja Free,Hungry Shark, Ice Water Fishing,i Fighter 1945,Kobi Nazruls Kobita, Speed Moto, Speed Car,Talking Gina,Talking Ginger, Talking News, Talking Tom 2,Temple run,বিখ্যাতদের মজার গল্প – এসব অ্যাপস ব্যবহার করতে পার। এগুলো তোমার বেশ ভালো লাগবে, সময়ও কাটবে। তবে সতক থাকতে হবে এমন অ্যাপস ব্যবহার থেকে যা তোমার অতিরিক্ত সময় নষ্ট করতে পারে, যা চরিত্র হনন করতে পরে, যা অপকর্মে উৎসাহিত করতে পারে।মনে কাখতে প্রত্যেক জিনিসেরই ভালো – মন্দ দুটি দিকই থাকে। প্রত্যেক সচেতন ও বিবেকবান মানুষই ভালোটাকে গ্রহণ করে – তোমার প্রতিও সে আশা রইল। ভালো থেকো।
তোমার ভাইয়া
আসিফ ইকবাল মোত্তাকি