অভিস্রবণ চাপ, অভিস্রবণ কাকে বলে
দ্রবন ও দ্রাব্যতা ভেদ্য পর্দা দিয়ে আলাদা করে রাখলে দ্রাবক দ্রবণের দিকে যাবে। মেয়ের দিকে যে পরিমাণ চাপ দিলে এই দ্রাবকের চলন আটকানো যায় তাকে ওই দ্রবণের অভিস্রবণ চাপ বলে।
এই চাপকে Atmosphere mmHg তে প্রকাশ করা হয়। এই চাপকে অভিস্রবণীয় বিভব বলে।
দ্রবণের ঘনত্বের সঙ্গে অভিস্রবণ চাপ সমানুপাতিক।