ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে?(ভাব সম্প্রসারণ)

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে?

উত্তরঃ আজকের শিশু দেশ ও জাতির ভবিষ্যতের আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিকৃৎ। প্রতিটি শিশুর অন্তরেই সূর্য সম্ভাবনায় অন্তর্নিহিত রয়েছে অমিয় সম্ভবনা। তাই জাতির ভবিষ্যত শিশুর যথোপযুক্ত বিকাশের ওপর বহুলাংশে নির্ভরশীল। শিশুরাই জাতির ভবিষ্যৎ। বর্তমানে যে শিশু সে একদিন বড় হয়ে জাতীয় জীবনের বৃহত্তর দায়িত্ব পালন করবে। আজকের শিশুই আগামী দিনের জাতির কর্ণধার হয়ে উঠবে। প্রতিটি শিশুর ভেতরেই সেই  ইচ্ছা ও আগ্রহকে জাগিয়ে তোলার জন্য সকলকে সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে। শিশু যদি উপযুক্ত আবহাওয়া ও পরিবেশ পায়, তবে সে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। শিশু  আদর্শ নাগরিক হয়ে জাতিকে সঠিক পথে পরিচালনা করবে, দেশ ও জাতির মর্যাদা বৃদ্ধি করবে। ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ যথার্থই বলেছেন, শিশুরাই জাতির পিতা। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, আমাদের দেশে যথোপযুক্ত পরিবেশে, শিক্ষা ও পর্যাপ্ত সুযোগের অভাবে অনেক শিশুর ভবিষ্যৎ শুরুতেই নষ্ট হয়ে যাচ্ছে। যা জাতির অগ্রগতির পথে মারাত্মক বাধাস্বরূপ । আমরা যদি বিশ্বের দরবারে নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে চায়, তবে আজকের শিশু আগামী দিনের জাতির পিতা হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে ভালোভাবে। প্রত্যেক শিশুর অন্তরের পিতাকে যথার্থই জাগিয়ে তুলতে হবে। শিশুরা জাতির ভবিষ্যৎ পিতা। তাই  বর্তমান শিশুর জীবনকে উপযুক্তভাবে গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ এবং সে গুরুত্বের কথা মাথায় রেখেই শিশুদের যথাযোগ্য পরিচর্যা করা আমাদের দায়িত্ব।

Table of Contents

About Post Author

Related posts