মাসিক তথ্য কণিকা ২০২১ নভেম্বর 2021
প্রশ্ন: ‘কারাগারের রোজনামচা’ বইটির গ্রন্থস্বত্ব কার?
উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।
প্রশ্ন : ভাষা আন্দোলনের জন্য বঙ্গবন্ধু প্রথম কবে গ্রেফতার হন?
উত্তর : ১১ মার্চ ১৯৪৮
“আর পড়ুনঃ” বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ২০২১ প্রশ্নোত্তর
প্রশ্ন : বঙ্গবন্ধু ভুখা মিছিল বের করেন কোথায় এবং কবে?
উত্তর : ১৯৪৯ সালের ১৪ অক্টোবর আরমানিটোলা জনসভা শেষে।
“আর পড়ুনঃ” সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১ নভেম্বর
প্রশ্ন : ১৯৫২ সালের ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু কোন জেল থেকে মুক্তি পান?
উত্তর : ফরিদপুর জেল।
প্রশ্ন : বঙ্গবন্ধু ঐতিহাসিক ৬ দফা দাবি কবে পেশ করেন?
উত্তর ১৯৬৬ সালে, লাহোরে।
প্রশ্ন : বঙ্গবন্ধুর লেখা খাতাগুলো প্রকাশ করার কাজ শুরু করেন কে?
উত্তর : ড. এনায়েতুর রহিম, শেখ হাসিনা ও বেবী মওদুদ।
প্রশ্ন : ‘কারাগারের রোজনামচা’ বইয়ে কত রকম জেলের কথা বলা হয়েছে?
উত্তর : ৩ রকম জেলের।
“আর পড়ুনঃ” সাম্প্রতিক mcq বাংলাদেশ নভেম্বর 2021
প্রশ্ন : ‘জেলখানায় মানুষ, মানুষ থাকে না মেশিন হয়ে যায়।’—উক্তিটি কার?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
প্রশ্ন : কারাগারে অন্তরীণ অবস্থায় বঙ্গবন্ধু কতদিনে একটি চিঠি লিখতে পারতেন?
উত্তর : ৭ দিনে।
প্রশ্ন : বঙ্গবন্ধুকে ফরিদপুর জেলে কয়েদি হিসেবে কী কাজ দিয়েছিল?
উত্তর: সুতা কাটার কাজ।
মাসিক তথ্য কণিকা ২০২১ নভেম্বর
প্রশ্ন: বঙ্গবন্ধু যে চোরের জীবনী নিয়ে পর্যালোচনা করেছেন তার নাম কী?
উত্তর : লুৎফর রহমান ওরফে লুদু।
প্রশ্ন : ‘কারাগারের রোজনামচা’য় যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কত বছর উল্লেখ করা হয়েছে?
উত্তর : ২০ বছর।
প্রশ্ন : ডিভিশন কয়েদিদের বঙ্গবন্ধু এককথায় কী বলে উল্লেখ করেছেন?
উত্তর : সুখী কয়েদি।
প্রশ্ন : বঙ্গবন্ধু কোন দেশকে পাকিস্তানের আপন মায়ের পেটের ভাই বলে উল্লেখ করেছেন?
উত্তর : ইন্দোনেশিয়া।
“আর পড়ুনঃ” অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (খাদ্য অধিদপ্তর) প্রশ্ন সমাধান 2021
প্রশ্ন : ১৯৬৬ সালে ঢাকা জেলে থাকাকালীন বঙ্গবন্ধু কার গান শুনতেন?
উত্তর : ফণী বাবুর।
প্রশ্ন: ‘কারাগারের রোজনামচা’তে বঙ্গবন্ধু কোন পত্রিকাকে পশ্চিমা শিল্পপতিদের মুখপাত্র বলে উল্লেখ করেছেন?
উত্তর : মর্নিং নিউজ।
প্রশ্ন: ১৯৬৬ সালে ইত্তেফাক পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : তফাজ্জল হোসেন মানিক।
প্রশ্ন : বঙ্গবন্ধু প্রথম মন্ত্রিত্ব লাভ করেন কত সালে?
উত্তর : ১৯৫৪ সালে।
প্রশ্ন : বঙ্গবন্ধু জেলে Solitary Confinement বলতে কোন অবস্থা বুঝিয়েছেন?
উত্তর : একাকী বাস করতে বাধ্য করা।
“আর পড়ুনঃ” বার্ষিক সাধারণ সভা কি
প্রশ্ন : জেলখানায় বঙ্গবন্ধু সবচেয়ে বেশি কষ্ট কখন পেতেন?
উত্তর : বৃদ্ধ পিতা-মাতার কথা মনে পড়লে।
প্রশ্ন : ১৯৬৮ সালে বঙ্গবন্ধু কোন সেনানিবাসে আটক ছিলেন?
উত্তর : ঢাকা সেনানিবাস।
প্রশ্ন: ‘কারাগারের রোজনামচা’ বইয়ের মূল পাণ্ডুলিপির ৩য় খণ্ড যে খাতায় লেখা হয়েছিল তা কত পৃষ্ঠার ছিল?
উত্তর : ৩২০ পৃষ্ঠা।
প্রশ্ন : বঙ্গবন্ধু ১৯৬৬ সালে গ্রেফতার হওয়ার পর কত মাস একাকী ছিলেন?
উত্তর : ১৭ মাস।
প্রশ্ন: বঙ্গবন্ধু ‘পূর্ব বাংলার মাটির মানুষ’ এবং ‘পূর্ব বাংলার মনের মানুষ’ বলে কাকে অভিহিত করেছেন?
উত্তর : শেরে বাংলা এ. কে. ফজলুল হক।