মাশরুমকে ব্যাঙের ছাতা বলা হয়।

মাশরুমকে ব্যাঙের ছাতা বলা হয় কেন।

কারণ বিশ্লেষণ: প্রচলিত শ্রেণিবিন্যাস পদ্ধতিতে ছত্রাক থ্যালোফাইট বিভাগের অন্তর্গত কিন্তু পঞ্চরাজ্য শ্রেণিবিন্যাসে ছত্রাক প্রজাতিসমূহ পৃথক Fungi রাজ্যের অন্তর্গত। সত্যিকার ছত্রাক হলো ক্লোরোফিলবিহীন, নিউক্লিয়াসযুক্ত বহুকোষী। অভাস্কুলার, হাইফিসমৃদ্ধ মাইসেলিয়াম দ্বারা গঠিত হেটেরোট্রফিক সুকেন্দ্রিক জীব যারা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। মাশরুম আসলে এক ধরনের ছত্রাক। এর বৈজ্ঞানিক নাম Agaricus। তবে সাধারণ মানুষের
কাছে এটি ব্যাঙের ছাতা নামে পরিচিত।

সাধারণত এদের বায়বীয় অংশ খাড়া হয়ে উপরে বৃদ্ধি পায় এবং পরিণত অবস্থায় অনেকটা ছাতার মতো দেখায়, এ কারণে এদেরকে ব্যাঙের ছাতা বলা হয়।

About Post Author

Related posts