আর্থিক বিবরণী বিশ্লেষণের সীমাবদ্ধতা উল্লেখ করুন।

আর্থিক বিবরণী বিশ্লেষণের সীমাবদ্ধতা উল্লেখ করুন। (Mention the limitation of financial statement analysis.)

আর্থিক বিবরণীসমূহ একটি কারবার প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ আর্থিক অবস্থা পর্যালোচনা করলেও তা সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়।
এর কিছু কিছু অসুবিধা পরিলক্ষিত হয়, যা নিম্নে প্রদত্ত হলো:

*ব্যক্তিগত বিচার বিবেচনা দ্বারা প্রভাবিত
*গুণগত তথ্যের চিত্র তুলে ধরতে পারে না
*তুলনা করার অসুবিধা
*সঠিক আর্থিক অবস্থা পরিবেশিত হয় না
*ধারণা ও নীতির ভিত্তিতে রচিত
*ঐতিহাসিক খরচের ভিত্তিতে রচিত
*ভবিষ্যৎ তথ্যকে অপেক্ষা করা হয়
*অনুপাতের বিভিন্নতা

“আর পড়ুনঃ” আর্থিক তথ্য সরবরাহের উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা করুন।

১. ব্যক্তিগত বিচার বিবেচনা দ্বারা প্রভাবিত : আর্থিক বিবরণী সাধারণত হিসাবরক্ষকগণের ব্যক্তিগত বিচার বিবেচনা দ্বারা প্রভাবিত।
ফলে এ বিবরণী ব্যাখ্যার মাধ্যমে লব্ধ তথ্য ত্রুটিমুক্ত নয়।

আর্থিক বিবরণী বিশ্লেষণের সীমাবদ্ধতা উল্লেখ করুন।

“আর পড়ুনঃ” একটি প্রতিষ্ঠানে হিসাববিজ্ঞানের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন।

২. গুণগত তথ্যের চিত্র তুলে ধরতে পারে না : আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে কেবলমাত্র আর্থিক তথ্য সম্পর্কে অবগত হওয়া যায়।
যে সকল লেনদেন অর্থ দ্বারা পরিমাপ করা যায় না তার চিত্র আর্থিক বিবরণী ব্যাখ্যার মাধ্যমে লাভ করা যায় না।

৩. তুলনা করার অসুবিধা : আর্থিক বিবরণী ব্যাখ্যার মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী তুলনা করা হয়।
কিন্তু যদি উক্ত প্রতিষ্ঠান দুটি একই পদ্ধতিতে হিসাব না রাখে তাহলে এদের মধ্যে তুলনা করা সম্ভব হয় না।
এছাড়া মূল্যস্তর পরিবর্তনের ফলে বিভিন্ন বছরের মধ্যে তুলনা করা ও কষ্টকর হয়।

“আর পড়ুনঃ” Forensic হিসাববিজ্ঞান কী? এই হিসাববিজ্ঞান কী বাংলাদেশে প্রয়োগ করা যায়?

৪. সঠিক আর্থিক অবস্থা পরিবেশিত হয় না : আর্থিক বিবরণী ব্যাখ্যার একটি প্রধান পদ্ধতি হলো অনুপাত বিশ্লেষণ।
যে সকল উপাত্তের ভিত্তিতে হিসাব সংক্রান্ত অনুপাতগুলো করা হয় সেগুলো যদি সঠিক থাকে তবে অনুপাতগুলো সঠিক হয়।
মাঝে মাঝে দেখা যায় আর্থিক প্রতিবেদনে যে সকল তথ্য পরিবেশিত হয় সেগুলোতে প্রকৃত চিত্র অপেক্ষা ভালো চিত্র পরিবেশিত হয় ।
ফলে সঠিক অবস্থা পরিবেশিত হয় না ।

৫. ধারণা ও নীতির ভিত্তিতে রচিত : আর্থিক বিবরণীসমূহ হিসাব বিজ্ঞানের ধারণা ও নীতির ভিত্তিতে রচিত হয়।
কিন্তু এ সমস্ত ধারণা বা রীতিসমূহ অনেকটা অনুমান প্রসূত। এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই।
ফলে আর্থিক বিবরণী এ ক্ষেত্রে নিরঙ্কুশ শুদ্ধতার পরিচায়ক নয়।

৬. ঐতিহাসিক খরচের ভিত্তিতে রচিত : সাধারণত ঐতিহাসিক খরচের উপর ভিত্তি করে আর্থিক বিবরণীসমূহ রচনা করা হয়।
কিন্তু বর্তমানে ঘন ঘন মূল্যস্তর পরিবর্তন ঘটে থাকে।
এজন্য মূল্যস্তরের অস্থিতিশীল অবস্থায় আর্থিক বিবরণী সম্পদ ও দায়ের প্রকৃত ব্যাখ্যা প্রদান করতে সক্ষম হয় না।

৭. ভবিষ্যৎ তথ্যকে অপেক্ষা করা হয়ঃ আর্থিক বিবরণী শুধুমাত্র অতীত তথ্যদি পরিবেশন করে থাকে।

৮. অনুপাতের বিভিন্নতাঃ অনুপাত বিশ্লেষণ এর যে মান আদর্শ মান হিসেবে ধরে নেওয়া হয়েছে তার সকল প্রতিষ্ঠানের জন্য সমভাবে প্রযোজ্য হয় না।

About Post Author

Related posts