নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব আলোচনা করুন।

নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব আলোচনা করুন। (Discuss the importance of cash flow statement)

নগদ প্রবাহ বিবরণী নগদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় উদাহরণ।
যেহেতু নগদ হিসাবের ভিত্তিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়, সেজন্য কোন ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ অবস্থার মূল্যায়নের ক্ষেত্রে এটি খুবই উপযোগী।
অনেক সময় ব্যবসায় প্রতিষ্ঠানের পর্যাপ্ত মুনাফা হওয়া সত্ত্বেও নগদ অর্থের অভাবে লভ্যাংশ ও কর প্রদানে নগদ অর্থের অভাব দেখা দেয়। আবার অনেক সময় মুনাফা কম হওয়া সত্ত্বেও প্রচুর নগদ অর্থ ব্যবসায় প্রতিষ্ঠানের হাতে থেকে যায়।
কী কারণে এ সমস্ত পরিস্থিতির সৃষ্টি হয় তা আয় বিবরণী ও উদ্বৃত্ত পত্র হতে সরাসরি জানা যায় না।
নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে এসব পরিস্থিতির কারণ জানা যায়।
নগদ প্রবাহের গুরুত্ব অনুভব করে আজকাল আর্থিক বিবরণী প্রণয়ণের সাথে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়।নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিচে বর্ণনা করা হলো :

১. নগদ অবস্থার মূল্যায়ন মূল্যায়ন (Evaluation of cash position): নগদ হিসাবের ভিত্তিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় বিধায় কোন ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ অবস্থার মূল্যায়নের ক্ষেত্রে এটি খুবই উপযোগী।
যদি নগদের পরিমাণ প্রত্যাশিত হয় তবে স্বল্পমেয়াদি বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা ব্যবস্থাপনার পক্ষে সহজতর হয়। একইভাবে নগদ অর্থের ঘাটতি দেখা দিলে বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় নগদ অর্থ কোন কোন উৎস হতে সংগ্রহ করা যাবে সে বিষয়ে ধারণা পাওয়া যায়।

“আর পড়ুনঃ” নগদ প্রবাহ বিবরণী বলতে কী বুঝেন? নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্যসমূহ আলোচনা করুন।

২. ভবিষ্যৎ নগদ অবস্থার ধারণা লাভ (Getting an idea of future cash position) : বিভিন্ন তথ্য সংগ্রহ করে একটি সম্ভাব্য নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় যাতে আর্থিক কার্যানির্বাহ সংক্রান্ত যথাযথ পরিকল্পনা ও সমন্বয় করার জন্য কোন প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নগদ অবস্থা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়।
এ বিবরণীর সাহায্যে কোন ব্যবসায় প্রতিষ্ঠান নগদ অর্থের উৎসের অনুসন্ধান করবে এবং কত পরিমাণ নগদ অর্থ বিভিন্ন খাতে ব্যয়ের জন্য প্রয়োজন হবে তা জানা যায়।

নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব আলোচনা করুন

৩. পার্থক্যের সংশোধন (Correction of deviation) : ঐতিহাসিক নগদ প্রবাহ বিবরণীর (Historical cash flow statement) এবং প্রস্তাবিত নগদ প্রবাহ বিবরণীর (Projected cash flow statement) মধ্যে তুলনা করা হয়। তাতে যদি কোন পার্থক্য বা বিচ্যুতি পরিলক্ষিত হয় তা হলে ব্যবসায় প্রতিষ্ঠানের পক্ষে যথাসময়ে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।

“আর পড়ুনঃ” BEP বের করতে Sensitivity analysis কী?

৪. প্রতিষ্ঠানের তারল্যের চিত্র (Picture of liquidity position): যে কোন ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য একটি কাম্য তারল্য থাকা দরকার। এরই পরিপ্রেক্ষিতে সমগোত্রীয় ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় এবং তুলনা করে দেখা হয়।
এরূপ ক্ষেত্রে প্রতিষ্ঠানের তারল্যের অবস্থা উন্নতির দিকে না অবনতির দিকে তা জানা যায়।

৫. দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন (Framing long term planning): বিনিয়োগ ও অর্থসংস্তানের ক্ষেত্রে পরিমাণ ও সময় উপভয়ই ব্যবস্থাপনার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত নগদ প্রবাহ বিবরণী এ ব্যাপারে ব্যবস্থাপনাকে সহায়তা করে।
ঋণ পরিশোধ, অগ্রাধিকার শেয়ার মূলধন পরিশোধ, স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন এবং অন্যান্য দীর্ঘমেয়াদি নগদ পরিকল্পনার ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী যথেষ্ট সহায়তা করে।

নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব আলোচনা করুন

৬. বিভিন্ন প্রশ্নের উত্তরের সন্ধান (Searching for solution to various problems) : নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে বিভিন্ন প্রকার প্রশ্নের উত্তর জানা সম্ভব।
যেমন—নিট মুনাফা কী প্রকারে অর্জিত হলো, সে মুনাফা কোথায় গেল, যথেষ্ট মুনাফা হওয়া সত্ত্বেও বেশি পরিমাণ লভ্যাংশ দেয়া গেলনা কেন, কীভাবে কর প্রদান করা হবে। নির্দিষ্ট বছরে কী কী স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয়েছে, কোন স্থায়ী সম্পত্তি কি বিক্রি করা হয়েছে, যদি বিক্রি করা হয়ো থাকে তবে সে অর্থ কীভাবে ব্যবহৃত হয়েছে ইত্যাদি।

“আর পড়ুনঃ” আর্থিক বিবরণী বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি আলোচনা কর।

৭. তহবিল প্রবাহ বিবরণী হতে অধিক গুরুত্বপূর্ণ (More important than fund flow statement) : স্বল্পকালীন বিনিয়োগ ক্ষেত্রে কার্যকরী মূলধনের তুলনায় নগদের গুরুত্ব থাকায় স্বল্পমেয়াদি আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে তহবিল বিবরণীর চেয়ে নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব অনেক বেশি।

৮. বাহিরের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছে উপযোগী (Useful to outside interested parties) : প্রতিষ্ঠানের মুদ্রিত আর্থিক বিবরণী যারা ব্যবহার করে তাদের কাছে নগদ প্রবাহ বিবরণী কম গুরুত্বপূর্ণ নয়। সম্ভাব্য পাওনাদার প্রতিষ্ঠানের সাথে লেনদেন করার পূর্বে প্রতিষ্ঠানের তারল্যের অবস্থা জানতে চায়।
সম্ভাব্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মুনাফাযোগ্যতা সম্পর্কে অবহিত হতে চায়।
উভয়ক্ষেত্রে নগদান প্রবাহ বিবরণী বেশ সাহায্য করে। ব্যাংক ও কর কর্তৃপক্ষেও তেমনি নগদ প্রবাহ বিবরণীর উপর আস্থাশীল।

উপরুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, যেকোনো প্রতিষ্ঠানই নগদ প্রবাহ বিবরণীর উপর নির্ভরশীল।
প্রকৃতপক্ষে মানব দেহের জন্য যেমন রক্তের প্রয়োজন তেমনি কারবার প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনার জন্য নগদ অর্থ প্রবাহের প্রয়োজন। আর নগদ অর্থের এই প্রবাহ পরিমাপের জন্য নগদ প্রবাহ বিবরণী যে আবশ্যক তা বলার অপেক্ষা রাখে না।

About Post Author

Related posts