হিসাববিজ্ঞানের ধারণা/অনুমান বলতে কী বুঝেন? এগুলো বর্ণনা করুন। (What do you mean by Accounting assumptions? Describe these.) JAIBB
অথবা, আর্থিক একক অনুমান এবং প্রাতিষ্ঠানিক সত্ত্বা অনুমান ব্যাখ্যা করুন। (Explain the monetary nit assumption and economic entity assumption.)
FASB এর মতে হিসাবসংক্রান্ত কিছু ধারণাকে অনুমান বলা হয়।
কোন কাজ নিয়মবদ্ধভাবে করতে হলে পূর্বেই কতগুলো কল্পনা বা ধারণা করে নিতে হয় এবং ঐ কল্পনা বা ধারণার উপর ভিত্তি করেই কাজটি সম্পন্ন করা হয়।
এরূপ কল্পনা বা ধারণাকে অনুমান বলা হয়। হিসাব নিকাশের কাজকে নিয়মবদ্ধভাবে করে হিসাবকাল শেষে সঠিক চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে যে বিশেষ কল্পনাগুলো করা হয়
এবং যে বিষয়গুলো উল্লেখ না করা হলেও আর্থিক বিবরণীগুলোতে উপস্থিতি নির্দেশ করে তাদেরকে হিসাববিজ্ঞানের অনুমান বা ধারণা বলা হয়।
হিসাববিজ্ঞানের মৌলিক অনুমান বা ধারণা চারটি। যথা—
১. অর্থনৈতিক বা ব্যবসায়িক সত্তা অনুমান (Economic or business entity assumption): এ অনুমান বা ধারণা অনুযায়ী হিসাব নিকাশের সময় অনুমান করা হয় যে,
প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব আলাদা সত্তা রয়েছে। মালিক ও অন্যান্যদের সাথে ব্যবসা প্রতিষ্ঠানের যে সম্পর্ক তা হলো ব্যবসায়িক সম্পর্ক।
মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যে অর্থ বিনিয়োগ করে অর্থাৎ যে পরিমাণ মূলধন প্রদান করে তা মালিকের নিকট ব্যবসা প্রতিষ্ঠানের দায় হিসেবে বিবেচিত হয়।
মালিকের নিকট এ দায়কে অন্তঃদায় বলা হয়। সভা অনুমান বা ধারণার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পত্তির পরিমাণ মোট দায় ও মালিকানা স্বত্ত্বের সমষ্টির সমান হয়ে থাকে।
কারণ ব্যবসা প্রতিষ্ঠান তার মালিক ও তৃতীয় পক্ষের (যদি পাওনাদার ও ঋণ থাকে) নিকট হতে প্রাপ্ত অর্থ বা সেবা সম্পত্তিতে রূপান্তর করে গতি রাখে।
ফলে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সৃষ্টি হয় নিচের হিসাব সমীকরণটি
“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? JAIBB
মোট সম্পত্তি = মালিকানা স্বত্ব (অনন্তঃদায়) + দায় (বহির্দায়)
“আর পড়ুনঃ” হিসাব তথ্যের বিভিন্ন ধরনের ব্যবহারকারী কারা? JAIBB
হিসাববিজ্ঞানের ধারণা/অনুমান বলতে কী বুঝেন? এগুলো বর্ণনা করুন।
২. চলমান প্রতিষ্ঠান অনুমান বা ধারণা (Going concern assumption): এ অনুমান বা ধারণার মূল কথা হলো
একটি ব্যবসা প্রতিষ্ঠান আরম্ভ করা হলে এটি অনন্তকাল ধরে চলমান থাকবে এবং অদূর ভবিষ্যতে এর বিলুপ্তির সম্ভাবনা নেই মনে করা হয়।
এ অনুমানের ভিত্তিতেই স্থায়ী সম্পত্তিগুলো হিসাবের বইতে বাজারমূল্যে লিপিবদ্ধ না করে ক্রয়মূল্যে লেখা হয়।
স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয় ব্যবহারের মাধ্যমে ব্যবসার রাজস্ব আয় করার জন্য, পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে নয়।
তাই হিসাবের বইতে এগুলো পুস্তকমূল্যে প্রদর্শন করা হয় চলতি বাজার মূল্যে নয়।
পরবর্তীতে হিসাব নিকাশের সময় সম্পত্তির ক্রয়মূল্য হতে যতটুকু মূল্য ক্ষয় হয়েছে অর্থাৎ অবচয় হয়েছে উহাকে খরচ হিসাবে দেখাতে হয়
এবং উক্ত অবচয় সম্পত্তির ক্রয়মূল্য হতে বাদ দিয়ে অবশিষ্ট মূল্য ভবিষ্যৎ বছরগুলোতে খরচ হবে এ অনুমান বা ধারণার ভিত্তিতে উদ্বতপত্রে দেখানো হয়।
এ কারণে স্থায়ী সম্পত্তি বর্তমানে বাজারে বিক্রি করা হলে কত টাকা পাওয়া যাবে সেভাবে মূল্যায়ন করা হয় না।
“আর পড়ুনঃ” ব্যাংকিং ক্ষেত্রে হিসাববিজ্ঞানের সুবিধা বা উপকারিতাসমূহ বর্ণনা করুন। JAIBB
হিসাববিজ্ঞানের ধারণা/অনুমান বলতে কী বুঝেন? এগুলো বর্ণনা করুন।
৩. অর্থের এককে পরিমাপ অনুমান বা ধারণা (Monetary unit assumption):
অনুমান বা ধারণা অনুযায়ী যে সব ঘটনা অর্থ বা মূল্যের পরিমাপক দ্বারা আর্থিক মূল্য নিরূপণ করা যায় শুধুমাত্র সেসব ঘটনা লেনদেন হিসেবে চিহ্নিত করা হয় এবং হিসাবভুক্ত করা হয়। কিন্তু যেসব ঘটনা অর্থ বা মূল্যের পরিমাপক দ্বারা আর্থিক মূল্য নিরূপণ করা যায় না তা লেনদেনে নয় এবং হিসাবভুক্ত করা হয় না। কোন দ্রব্য বা সেবার মূল্য পরিমাপের জন্য যে একক ব্যবহার করা হয় তাকে অর্থ বা পরিমাপের একক (Unit) বলা হয়। দ্রব্য বা সেবার মূল্য নির্ধারণের জন্য প্রত্যেক দেশে নিজস্ব মুদ্রা হিসেবে ডলারকে মূল্যের পরিমাপক হিসেবে ধরা হয়।
৪. হিসাবকাল অনুমান বা ধারণা (Periodicity assumption): এটি অনুমান বা ধারণা অনুসারে আয়-ব্যয় বা লাভ-ক্ষতির নীট ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়ের লক্ষ্যে প্রতিষ্ঠানের অনির্দিষ্ট ও অনন্ত জীবনকালকে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে বিভক্ত করা হয়। এ ক্ষুদ্র ক্ষুদ্র সময়কালকে হিসাব কাপ (Accounting period) বলা হয়।
“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। JAIBB
ব্যবসাকে একটি দীর্ঘ ও অনির্দিষ্টকাল ধরে চলমান প্রতিষ্ঠান হিসেবে মনে করা হয়।
কিন্তু এ দীর্ঘ অনির্দিষ্টকাল শেষ হলেই হিসাব নিকাশ করা হবে তা কাম্য নয়।
কারণ মালিকও একটি নির্দিষ্ট সময় পর পর ব্যবসার লাভ-লোকসান ও আর্থিক অবস্থা জানতে চায়।
এ জন্যই প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল ধরে চলবে এ ধারণা করা হলেও আর্থিক অবস্থা নির্ণয় করা হয়।
হিসাববিজ্ঞানের এ অনুমান ও দারণাকে হিসাবকাল অনুমান বলা হয়।
এ হিসাবকাল এক বছর, ছয় মাস বা তিন মাসের অধিক হতে পারে।
তবে হিসাবকাল সাধারণত ১২ মাস বা ১ বছরের হয়ে থাকে।
হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা বা সম্পত্তি ও দায় জানার জন্য যথাক্রমে লাভ-লোকসান হিসাব বা
আয় বিবরণী এবং উদ্ধতপত্র প্রস্তুত করা হয়। ফলে এ হিসাবকালের সাথে অন্য
হিসাবকালের আর্থিক ফলাফল ও অবস্থা ভুলনা করে প্রতিষ্ঠানেরই সফলতা ও ব্যর্থতা জানা যায়।