কারবার প্রতিষ্ঠানের গঠন কীভাবে হিসাববিজ্ঞানকে প্রভাবিত করে? (How forms of business organisations influence accounting?) (কারবার প্রতিষ্ঠানের গঠন)
কারবারের গঠন হিসাববিজ্ঞানকে সবসময়ই প্রভাবিত করে আসছে। যেমন-
১. একমালিকানা ছোট কারবার: এ জাতীয় ব্যবসায় হলো মুদি, মনোহারি, স্টেশনারি, বেকারি, মিষ্টি, কাপড়,
থান কাপড়ের দোকান এবং ছোটখাট সেবাদানকারী প্রতিষ্ঠান প্রভৃতি।
এরা কোনো রকমে হিসাব রাখে। এ জাতীয় প্রতিষ্ঠান মূলত একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে। হিসাবের গুরুত্ব এদের কাছে কম।
“আর পড়ুনঃ” হিসাবের বিধানসমূহ সম্পর্কে সংক্ষেপে টীকা লিখুন।
২. একমালিকানা বড় কারবার : একমালিকানা বড় বড় প্রতিষ্ঠানগুলো যেহেতু পরিচালনার জন্য তৃতীয় পক্ষের উপর নির্ভরশীল ভাই তারা আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে। এদের কাছে হিসাবের গুরুত্ব তাই বেশি।
“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞানের সীমাবদ্ধতা বলতে কী বুঝেন? সীমাবদ্ধতাগুলো বিবৃত করুন। JAIBB
৩. অংশীদারি কারবার: অংশীদারি কারবার সাধারণত দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে।
এরা মূলত অংশীদারদের মধ্যকার বিরোধ মিটাতে হিসাব রাখে।
৪. যৌথ মূলধনী কারবার: যৌথ মূলধনী কারবার সাধারণত দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে।
তবে উৎপাদনের সাথে জড়িত যৌথ মূলধনী প্রতিষ্ঠান আর্থিক হিসাব এর পাশাপাশি উৎপাদন ব্যয় হিসাব রাখে।
যৌথ মূলধনী কারবার আর্থিক বিবরণী প্রস্তুতের সাথে নগদ প্রবাহ বিবরণী, তহবিল প্রবাহ বিবরণী, অনুপাত বিশ্লেষণ করে থাকে। এদের হিসাব করার ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা আছে।
“আর পড়ুনঃ” আন্তর্জাতিক হিসাবমানের কী? JAIBB
৫. বিধিবদ্ধ আর্থিক প্রতিষ্ঠান: যৌথ মূলধনী কারবারের মত এ আতীয় প্রতিষ্ঠান দুতরফা দাখিলা হিসাব পদ্ধতিতে হিসাব রাখে।
সাথে সাথে নগদান প্রবাহ, তহবিল প্রবাহ, অনুপাত বিশ্লেষণ করে থাকে।
সাধারণত পূর্ববর্তী বছরের সাথে বর্তমান বছরের তুলনামূলক আর্থিক বিবরণী তৈরি করে থাকে।
“আর পড়ুনঃ” হিসাব তথ্যের বিভিন্ন ধরনের ব্যবহারকারী কারা? JAIBB
৬. ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে: ব্যাংকিং প্রতিষ্ঠান বাদে অন্য সব প্রতিষ্ঠান মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক হিসাব ব্যালেন্স বের করে আর্থিক বিবরণী তৈরি করে। কিন্তু ব্যাংক একমাত্র প্রতিষ্ঠান যাকে প্রতিদিন প্রতিটি লেনদেনের সাথে সাথে হিসাবের ব্যালেন্স বের করে দৈনিক হিসাব আপটুডেট করে রাখতে হয়। কাজেই ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাবের গুরুত্ব অন্য সব প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশি।