পিপেট (Pipette) কি?
বিশ্লেষণী রসায়নে ব্যবহারযোগ্য দুই মুখ খোলা সরু কাঁচনল, যা তরল পরিমাপ করতে এবং তরল স্থানান্তর কাজে ব্যবহার করা হয়। এই কাঁচ নলের নিচের দিকটি জেট আকৃতির হয়ে থাকে। এই ধরনের কাঁচ নলকে পিপেট বলা হয়।
কিছু পিপেট আছে যাদের মাঝখানে মোটা বাল্ব থাকে। পিপেটের উপরের দিকে নির্দিষ্ট আয়তনে একটি গোলাকার দাগ কাটা থাকে।
পিপেট সাধারণত দুই ধরনের হয়। সাধারণ পিপেট ও দাগাঙ্কিত পিপেট।
মেজারিং সিলিন্ডারে নির্ভুল পরিমাপ পদ্ধতিসাধারণ পিপেট দ্বারা নির্দিষ্ট পরিমাণ আয়তনের তরল যেমনঃ 5ml, 10ml, 25ml, 50ml ইত্যাদি স্থানান্তর কাজে ব্যবহার করা হয়।
অপরদিকে, দাগাঙ্কিত পিপেট দ্বারা বিভিন্ন পরিমাণ তরল পরিমাপ করে স্থানান্তর করা যায়।
পিপেটের গায়ে TD প্রতীক দ্বারা to deliver বোঝায়।