শিক্ষা সফরে যাবার অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপএ লেখ?
মীরপুর, ঢাকা
২২ ডিসেম্বর, ২০১৮
অধ্যক্ষ
সরকারি বাঙলা কলেজ
মীরপুর, ঢাকা
বিষয়ঃ শিক্ষা সফরে যাবার অনুমতি ও আর্থিক সাহায্যের জন্যে আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাএছাএী। প্রতিবারই আমাদের কলেজেন শীতকাল বিভিন্ন বিভাগে ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় শিক্ষা সফরের আয়োজন করা হয়ে থাকে। আমরা দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাএছাএীরা – কুমিল্লা ময়নামতি ও শালবন বিহারে শিক্ষা সফরে যেতে ইচ্ছুক। ব্যায় নির্বাহনে জন্যে আমরা মাথাপিছু দুই শত টাকা করে চাঁদা নির্ধারণ করেছে। এর চেয়ে বেশি টাকা চাঁদা দান আমাদের জন্য কষ্ট কর হয়ে দাঁড়ায়। মাথাপিছু দুই শত টাকা করে চাঁদা আদায় করে হলে মোট যে পরিমাণ অর্থ আদায় হবে,তা দিয়ে শিক্ষা সফরের সমুদয় ব্যায় নিবাহ করা সম্ভব নয় – অন্তত আরো বিশ হাজার টাকা আমাদের প্রয়োজন। এই বিশ হাজার টাকা আপনি যদি আমাদের প্রদান করেন,তাহলেই কেবল আমাদের পক্ষে শিক্ষা সফরে যাওয়া সম্ভব হয়।
এমত পরিস্থিতিতে বিশ হাজার টাকা বরাদ্দ এবং ছাএছাএীদের তত্ত্বাবধানে করার কাজে দুজন পুরুষ শিক্ষক এবং দুজন মহিলা শিক্ষক মনোনয়ন জন্যে আপনার সদয় সহানুভূতি কামনা রকছি।
আপনার অনুগত
দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাএছাএীবৃন্দ
সংযুক্তিঃ
ক,শিক্ষা সফরে যেতে আগ্রহী দ্বাদশ বিজ্ঞান বিভাগের ৩৩৮ জন ছাএছাএীর স্বাক্ষর।
খ, বাজেট পরিকল্পনা খসড়া।
গ,পছন্দের দুজন পুরুষ ও দুজন মহিলা শিক্ষকের নামের তালিকা।