সুযোগ ব্যয় (Opportunity Cost)
সম্পদের বা সুযোগের একাধিক ব্যবহার থাকতে পারে। সম্পদের বিকল্প ব্যবহারের মধ্যে একটিকে গ্রহণ করার ফলে অন্য এক বা একাধিক প্রকার ব্যবহারের সুবিধাকে বর্জন করতে হয়। এরূপ অগৃহীত বা বর্জনকারী কার্যের পরিমাপযোগ্য সুবিধাকে সুযোগ ব্যয় বলে।
উৎপাদনের বিভিন্ন উপাদানগুলো (যেমন—কাঁচামাল, শ্রম ও অন্যান্য সুযোগ-সুবিধাগুলোকে) বিকল্প একাধিক কার্যে ব্যবহারের সুযোগ থাকলেও এদের মধ্যে যে কোন একটি সুযোগকেই বেছে নিয়ে অপরটিকে পরিত্যাগ করা হলে উক্ত সুযোগ পরিত্যাগ করার ফলে যে পরিমাণ আর্থিক ক্ষতি স্বীকার করতে হবে তাকেই সুযোগ ব্যয় বলা হয়। অর্থাৎ বিকল্প নির্বাচনের ফলে যে ত্যাগ স্বীকার করা হয় তাই সুযোগ ব্যয়।
“আর পড়ুনঃ” পি/ডি চার্ট (P/V Chart)
উদাহরণস্বরূপ বলা যায়, একজন ব্যক্তির ১,০০০ টাকা আছে। সে উক্ত অর্থ ব্যাংকে জমা করতে পারে বা ব্যবসায় বিনিয়োগ করতে পারে। ব্যাংকে জমা থেকে তার আয় ১০০ টাকা এবং ব্যবসায় থেকে আয় ১৫০ টাকা। সে স্বাভাবিক কারণে ব্যবসায় টাকা বিনিয়োগ করবে। এক্ষেত্রে ব্যাংকে জমা থেকে আয় অর্থাৎ ১০০ টাকা তার সুযোগ ব্যয়।
“আর পড়ুনঃ” তিনঘরা নগদান বই কাকে বলে? তিনঘরা নগদান বইয়ের সুবিধা কী কী?